১০৯ রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০১ মার্চ ২০২৩

অস্ট্রেলিয়ার জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে নিজেরাই ধরা পড়লো ভারত। ইন্দোরে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান স্পিন ঘূর্ণি সহ্য করতে পারেনি রোহিত শর্মার দল। যার ফলে মাত্র ৩৩.২ ওভার ব্যাট করে ১০৯ রান তুলতেই অলআউট হয়ে গেলো ভারত।

মূলত অসি স্পিনেই ধরাশায়ী হয়েছে ভারতের বিশাল শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ম্যাথিউ কুনেম্যান ৯ ওভারে ১৬ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। তার ঘূর্ণি বলেই তটস্থ থাকতে হয়েছে বেশি কোহলি-রোহিতদের। এছাড়া নাথান লিওন ৩টি এবং টড মারফি নেন ১টি উইকেট। একজন হলেন রানআউট।

তবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়াও। ইনিংসের ১২ রানের মাথায় ওপেনার ট্রাভিস হেডের উইকেট হারায় তারা। রবিন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন তিনি। এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ১২.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২। ১৬ রানে উসমান খাজা এবং ৯ রানে ব্যাট করছেন ল্যাবুশেন।

ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুটা যেন ভালোই করেছিলেন রোহিত এবং শুভমান গিল। কিন্তু ২৭ রান করার পর উইকেট পতন শুরু হয়।

এরপর মাত্র এক ঘণ্টা পার হতে না হতেই তারা হারিয়ে বসে ৫টি উইকেট। এরপর বিরাট কোহলি আর শ্রিকার ভারত চেষ্টা করেছিলেন বিপর্যয় কাটানোর। কিন্তু যে উইকেটটি ভারতীয়রা তৈরি করলো অস্ট্রেলিয়ানদের ফাঁদে ফেলার জন্য, সে উইকেটে উল্টো তারা নিজেই ফাঁদে পড়ে গেলো। অর্থ্যাৎ, প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে নিজেরাই সেই গর্তে পড়লো ভারতীয়রা।

কোহলি আর শ্রিকারের লড়াইও থামিয়ে দিলেন দুই স্পিনার টড মারফি এবং নাথান লিওন। যার ফলে ইন্দোর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ৭টি উইকেট হারিয়ে বসে ভারত। ততক্ষণে রান করেছে ৮৪। লাঞ্চ থেকে ফিরে আসার পর বাকি ৩ উইকেট দিয়ে আর ২৫ রান যোগ করতে পেরেছে তারা। শেষ দিকে দুটি ছক্কা মেরে উমেষ যাদব ১৭ রান না করলে ১০০’ও হতো না ভারতের রান।

যে লোকেশ রাহুলকে নিয়ে তুমুল সমালোচনা, সেই রাহুলকে সরিয়ে আনা হলো শুভমান গিলকে। তিনিও আউট হলেন কেবল ২১ রান করে। রোহিত শর্মাকে দিয়ে উইকেট উৎসব শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২৭ রানের মাথায় ম্যাথিউ কুহনেম্যানের বলে এগিয়ে এসে খেলতে চেষ্টা করে ব্যর্থ হন রোহিত। পেছনে বল ধরেই স্ট্যাম্প ভেঙে দেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে।

শুভমান গিল শুরু থেকেই ছিলেন যেন মারমুখি। ১৮ বলে ২১ রানই যার প্রমাণ। কিন্তু বাঁ-হাতি স্লো অর্থোডক্স কুহনেম্যানের বলে বিভ্রান্ত হলেন তিনি। ক্যাচ তুলে দিলেন স্মিথের হাতে। চেতেশ্বর পুজারা মাঠে নামলেন আর উঠলেন। মাত্র ৪ বল মোকাবেলা করে নাথান লিওনের বলে হলেন বোল্ড।

রবিন্দ্র জাদেজা ইনজুরি থেকে ফিরে আসার পর যেভাবে ফর্মের চূড়ায় রয়েছেন, তাতে মনে হচ্ছিলো তিনিই হয়তো এবার হাল ধরবেন। স্পিনের বিপক্ষে খেলতেও তিনি দারুণ ওস্তাদ। কিন্তু নাথান লিওনের বলে কুহনেম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৯ বলে করেন কেবল ৪ রান।

স্রেয়াশ আয়ার এলেন আর গেলেন। মাত্র ২ বল মোকাবেলা করে কোনো রানই করতে পারলেন না তিনি। বিরাট কোহলি ২২ রান করে আউট হলেন। টড মারফির বলে এলবিডব্লিউ হয়ে গেলেন কোহলি। ৫২ বল খেলে মাত্র ২২ রান করে আউট হয়ে যান তিনি।

শ্রিকার ভারত করেন ১৭ রান। উমেষ যাদব ১৭ এবং অশ্বিন ৩ রান করে আউট হন। ১২ রানে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।