কম ইনিংস খেলেই ধোনিকে ছুঁয়ে ফেললেন সাউদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

মহেন্দ্র সিং ধোনিকে ধরে ফেললেন টিম সাউদি। একজন ভারতের কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার, অন্যজন নিউজিল্যান্ডের পেসার বোলার। দুজনের তুলনা হয় কী করে?

তুলনা হয়তো হয় না। তবে একটি জায়গায় ধোনির সমান কিন্তু হয়ে গেছেন টিম সাউদি। সেটা টেস্টে ছক্কার বিচারে। ধোনির থেকে এগিয়ে আছেন বললেও ভুল বলা হবে না। কিভাবে?

টিম সাউদি ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়েলিংটন টেস্টে আজ (শনিবার) দুটি ছক্কা মেরেছেন। এতে করে ১৩১ টেস্ট ইনিংসে ৭৮টি ছক্কা হয়ে গেছে কিউই এই পেসারের।

ধোনিরও টেস্ট ক্যারিয়ারে ছক্কা ৭৮টি। কিন্তু তার ইনিংস লেগেছে ১৪৪টি। অর্থাৎ ইনিংসের বিচারে ধোনির থেকে বেশ এগিয়েই আছেন সাউদি।

ছক্কার সংখ্যায়ও ধোনিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে সাউদির সামনে। কেননা কিউই এই লোয়ার অর্ডার ব্যাটার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে অপরাজিত আছেন ১৮ বলে ২৩ রান করে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।