স্ত্রীকে ছাড়াই গেলেন সৌরভ, পরে প্রধানমন্ত্রী ডেকে নেন ডোনাকে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

আনন্দের আতিশয্যে আগের দিন বলেছিলেন, ‘এদেশে এত ভালোবাসা পেয়েছি যে, মনেই হয় না ভারত না বাংলাদেশে আছি।’

আজ শুক্রবার দেশে ফেরার আগে তার আরেকপ্রস্থ বিস্মিত হওয়ার পালা। এবার প্রিন্স অব কলকাতা মুগ্ধ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায়। বঙ্গবন্ধু কন্যার একান্ত ইচ্ছায় সৌরভ গাঙ্গুলির সহধর্মীনি ডোনা গাঙ্গুলিও গেলেন প্রধানমন্ত্রীর বাস ভবনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের আগে তার স্ত্রী ডোনা গাঙ্গুলির কোভিড টেস্ট করানো ছিল না। তাই প্রটোকলের কারণ স্ত্রীকে ছাড়া একাই প্রধানমন্ত্রীর বাস ভবনে যান মহারাজ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলিকেও সেই সাক্ষাতে যুক্ত করে নেন।

স্ত্রীকে ছাড়াই গেলেন সৌরভ, পরে প্রধানমন্ত্রী ডেকে নেন ডোনাকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ডোনা গাঙ্গুলিকে অল্প সময়ের নোটিশে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিলেন, বন্ধু ইফতেখার মিঠুর বাসায় সাংবাদিকদের সাথে অল্প কিছু সময়ের আলাপনে শুরুতে সে গল্পই শোনালেন সৌরভ।

‘ডোনা শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যায়নি। কারণ ওর কোভিড টেস্ট করানো ছিল না। আমার ওখানে যাওয়ার জন্য কালকে কোভিড টেস্ট করেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী বললেন, র‍্যাপিড টেস্ট করে এখনই নিয়ে আসতে।’

প্রধানমন্ত্রীর এমন ইতিবাচক মানসিকতা ও আন্তরিকতায় উদ্বেলিত সৌরভ। বলে ফেলেন, ‘এইগুলোই মানুষের মনে থাকে। এতো বড় মানুষ, ব্যস্ত মানুষ, এতো হাই প্রেসার লাইফে সেখানে থেকেও এতো ছোট্টছোট্ট জিনিস যে আনন্দ দেয়, এতো ছোট্টছোট্ট জিনিস যে তিনি মনে রাখেন সেই জন্য তো মানুষ এতো বড় জায়গায় পৌঁছায়।’

এদিকে আজ বিকেলে ঝটিকা সফর শেষে সৌরভ গাঙ্গুলি চলে গেলেন নিজ শহর কলকাতায়। গত ২৪ ঘণ্টা ঢাকা মাতিয়ে গেলেন তিনি। শুক্রবার সকাল থেকে বিকেলে সাড়ে ৪টার পর বিমানে ওঠার আগ পর্যন্ত দারুণ ব্যস্ত সময় কেটেছে তার।

বৃহস্পতিবার রাতে বন্ধু ইফতেখার রহমান মিঠুর বাসয় নৈশভোজের পর আজ সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন সৌরভ। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে যান। এরপর দুপুরে গুলশানের এক রেস্তোঁরায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও মিসেস পাপনের সাথে দুপুরের খাবার খান বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।