ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (শুক্রবার) সকালে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জাগো নিউজকে জানিয়েছেন, ইংল্যান্ড দল দুই ভাগে বাংলাদেশে এসেছে।

প্রথম ভাগে সকাল ৮টা ৭ মিনিটে ১৫ জন এসেছেন কাতার এয়ারওয়েজে করে। পরে ৮টা ৩৫ মিনিটে এমিরেটসে করে এসেছেন ৭ জন। ২৩ সদস্যের দলের বাকি একজন সদস্য আজ বিকেলে আসবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, নতুন মুখ তৌহিদ হৃদয়

ইংল্যান্ডের একটি দল নিউজিল্যান্ডে টেস্ট খেলছে। বাংলাদেশে যেহেতু সীমিত ওভারের সিরিজ, তাই জস বাটলারের নেতৃত্বে কেবল ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা খেলবেন।

আজ সারাদিন বিশ্রাম নেবেন সফরকারী দলের ক্রিকেটাররা। শনিবার সকাল দশটায় মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করবেন তারা।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় গড়াবে দিবারাত্রির ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে ইংল্যান্ডের দল ঘোষণা, এক চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর একমাস আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করে দেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, পিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

টি-টোয়েন্টি স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, ডেভিড মালান, আদিল রশিদ, পিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড, বেন ডাকেট, উইল জ্যাকস ও ক্রিস জর্ডান।

আরও পড়ুন: কতটা বদলেছেন হাথুরু?

সিরিজের সূচি
প্রথম ওয়ানডে, ১ মার্চ, ঢাকা
দ্বিতীয় ওয়ানডে, ৩ মার্চ, ঢাকা
তৃতীয় ওয়ানডে, ৬ মার্চ, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি, ৯ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি, ১২ মার্চ, ঢাকা
তৃতীয় টি-টোয়েন্টি, ১৪ মার্চ, ঢাকা

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।