বাংলাদেশে শ্রীরাম অধ্যায় কী তবে শেষ হয়ে গেলো!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের নিয়োগ চূড়ান্ত হওয়ার পরই প্রশ্ন ওঠে, তাহলে টেকনিক্যাল এডভাইজর শ্রীধরণ শ্রীরামের কী হবে? কোন দায়িত্ব পালন করবেন তিনি? এ প্রশ্নের সরাসরি কোনো জবাব পাওয়া যায়নি। বিসিবি হয়তো চেষ্টা করেছিলো, শ্রীরামকে ভিন্ন কোনো কাজে লাগানোর। হয়তো বা হাথুরুর সহকারী হিসেবে নিয়োগ দেয়ারও চিন্তা করেছিলো বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

তবে, শ্রীরাম প্রকারান্তরে সরেই দাঁড়িয়েছেন মনে হচ্ছে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে তার দুরে দুরে থাকার প্রমাণ পাওয়া গেছে। মাচের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজ। তার আগেই কোচের দায়িত্বভার গ্রহণ করবেন হাথুরসিংহে।

এই সিরিজে বাংলাদেশে থাকছেন না শ্রীরাম। আইপিএলে কাজ করবেন, এ অজুহাতে তিনি এখন আর বাংলাদেশে আসতে চাইছেন না। এ নিয়ে আজ অনেকটা খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।

বনানীর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শ্রীরাম আমার মনে হয় এভেইলেবল না। সম্ভবত সে এখন যোগ দিতে পারবে না। কারণ ওখানে আইপিএলে তার অ্যাসাইনমেন্ট আছে। এটা বাদ দিয়ে পুরো সময়ের জন্য আমাদের এখানে আসা খুবই কঠিন।’

ভারতে এবারের আইপিএল শুরু হবে ১ এপ্রিল। বাংলাদেশে তারও অন্তত ১৫দিন আগে শেষ হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ। অথচ, আইপিএলের অজুহাতে এখন আর শ্রীরাম আসতে চাচ্ছেন না। এর অর্থ, বাংলাদেশ ক্রিকেটে হয়তো বা তার অধ্যায় শেষ হয়ে গেলো। বিসিবি এবং শ্রীরামের মধ্যে সম্পর্কচ্ছেদ চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণাটা আসবে।

২৪ তারিখই বাংলাদেশ সফরে চলে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিক কোনো ক্যাম্প থাকবে না। ২৪ অথবা ২৫ তারিখ একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের জন্য দল ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যেই।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে টেকনিক্যাল এডভাইজর হিসেবে ভারতীয় শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেকনিক্যাল এডভাইজর হলেও তিনি মূলত হেড কোচের ভূমিকা পালন করেছেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।