নাফিসা কামালের প্রশংসায় পঞ্চমুখ জাকের আলী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

তিনি বরাবরই ক্রিকেট অনুরাগী। বিপিএলের শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি মালিক। অনেক পুরুষের ভীড়েও নারী হয়ে দল ব্যবস্থাপনার কাজটি বেশ দক্ষতার সঙ্গেই করে আসছেন নাফিসা কামাল।

প্রতিবার সেই প্লেয়ার্স ড্রাফট থেকেই তাকে ছুটোছুটি করতে দেখা যায়। অন্যবার তাকে মাঠে দেখা যেতো। কিন্তু এবার দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কন্যা নাফিসা কামালকে এবার বিপিএলে আগের মতো সরব দেখা যাচ্ছে না কেন? তিনি কোথায় আছেন? কী করছেন? দলের সাথে সম্পৃক্ততাই বা কতটা?

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ মিডল অর্ডার কাম উইকেটকিপার জাকের আলী অনিক জানিয়ে দিলেন, নাফিসা কামল ঠিকই দলের সাথে আছেন এবং দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে তার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার অনুশীলনে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে জাকের আলী বলেন, ‘উনি (নাফিসা কামাল) মাঠে যদি নাও থাকেন, তারপরও সবকিছুর খবর রাখেন। উনি সবসময় দল কী করছে, না করছে, আমাদের কী দরকার; ক্রিকেট রিলেটেড যেকোনো কিছুতে উনি সবসময় আছেন আমাদের পাশে। সবসময়ই।’

‘উনাকে যেমন দেখা যায়, উনি ঠিক ওরকমই। আমাদের সঙ্গে অনেক ফ্রিলি কথা বলেন। কী দরকার, ম্যাচ জেতার পর যে ভালো খেলে, তাকে ব্যক্তিগতভাবে ফোন করা, অভিনন্দন জানানো। উনি আমাদের খেলা নিয়ে অনেক আবেগী, অনেক খুশি হন। ভালো খেলে ম্যাচ জেতার পর উনি খুব খুশি হন’-যোগ করেন জাকের।

এদিকে বিপিএলে এক দলে না খেললেও জাতীয় লিগে সিলেটের হয়ে খেলেন জাকির হাসান আর জাকের আলী। দুজনের নামে মিল আছে, দুজনই সিলেটের ছেলে। সেই সূত্রে জাকির হাসানের সাথেও অনেক সখ্য জাকের আলী অনিকের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরই মধ্যে জাতীয় দলে খেলে ফেলা জাকির হাসান বিপিএলে প্রতিনিধিত্ব করছেন সিলেট স্ট্রাইকার্সের আর উইকেটকিপার কাম মিডল অর্ডার জাকের আলী অনিকের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারপরও জাকিরের কাছ থেকে পরামর্শ নেন জাকের আলী। জাকিরকে অনেক বড় অনুপ্রেরণাও মনে করেন।

জাকের বলেন, ‘জাকিরকে আমি অনেক বড় অনুপ্রেরনা হিসেবে মানি। কারণ ও সবসময়ই নিজেকে পুশ করে ভালো খেলার জন্য। এমনকি আমিও ওর কাছ থেকে পরামর্শ নেই। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি, ও আমাকে অনেক কিছুতে সাহায্য করে, ভালো ভালো পরামর্শ দেয়। আমারও ইচ্ছে আছে (জাতীয় দলে খেলার), যদি আমি নিজেকে সামনে প্রমাণ করতে পারি।’

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।