নিউজিল্যান্ডকে ১০৮ রানে গুটিয়ে ওয়ানডে সিরিজ জয় ভারতের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

প্রথম ওয়ানডেতে ভারত গড়েছিল ৩৪৯ রানের পাহাড়। নিউজিল্যান্ডও কম যায়নি (৩৩৭)। ৬৮৬ রানের ম্যাচে শেষ ওভারে এসে ১২ রানে হেরে যায় কিউইরা। তবে এবার আর সফরকারিদের মাথা তুলে দাঁড়াতে দেয়নি ভারত।

রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩৪.৩ ওভারে মাত্র ১০৮ রানেই গুটিয়ে দিয়ে ৮ উইকেট আর ১৭৯ বল হাতে রেখে জিতেছে রোহিত শর্মার দল। এতে তিন ম্যাচের সিরিজটাও নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে কিউইরা। ১৫ রানের মধ্যে হারায় ৫ উইকেট। বড় লজ্জা থেকে দলকে বাঁচান মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনার। ফিলিপস ৩৬, ব্রেসওয়েল ২২ আর স্যান্টনার করেন ২৭ রান।

১৮ রানে ৩টি উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট হার্দিক পান্ডিয়া আর ওয়াশিংটন সুন্দরের।

জবাবে রোহিত শর্মা আর শুভমান গিলের ওপেনিং জুটিতেই ম্যাচ বলতে গেলে বের করে নিয়ে আসে ভারত। ৫০ বলে ৭ চার আর ২ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে আউট হন রোহিত। বিরাট কোহলি ফেরেন ৯ বলে ১১ করে।

তবে গিল আর ইশান কিশান বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। গিল ৫৩ বলে ৪০ আর কিশান ৯ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।