নাসির কি জাতীয় দলে ফিরছেন?

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

একটা সময় জাতীয় দলে তাকে অপরিহার্য ভাবা হতো। নাসির হোসেনের নামের পাশে যুক্ত ছিল ‘ফিনিশার’ শব্দটি। সেই নাসির কি নিজেই ফিনিশ হয়ে গেছেন? বয়স ৩১। জাতীয় দলে সুযোগ পেলে দেশকে অনায়াসে আরও ৪-৫ বছর সার্ভিস দিতে পারবেন হয়তো। কিন্তু নাসির কি সেই সুযোগটা পাবেন?

সুযোগ পাবেন কিনা, সেটি নির্বাচকদের সিদ্ধান্ত। তবে নাসির কিন্তু জাতীয় দলের দরজায় নতুন করে কড়া নাড়ছেন বেশ জোরেসোরে। চলতি বিপিএলে রীতিমত স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। কি ব্যাটে, কি বলে-নাসির তার অলরাউন্ডার প্রতিভার স্বাক্ষর রাখছেন সব জায়গায়।

চলতি বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন নাসির, দিচ্ছেন নেতৃত্বও। তবে দলের অবস্থা খুব ভালো নয়। ৬ ম্যাচের মাত্র একটিতে জিতে পয়েন্ট তালিকার তলানিতে আছে নাসিরের দল। কিন্তু অধিনায়ক নাসির নিজেকে মেলে ধরতে না পারলেও পারফরমার নাসির কিন্তু ঠিকই নজর কাড়ছেন।

শুক্রবার রাতে ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ডমিনেটর্স হেরেছে ১৩ রানে। অথচ ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স ছিল নাসিরের। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও নাসির ৩৬ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন।

এ নিয়ে এবারের বিপিএলে নাসিরের ইনিংসগুলো দাঁড়ালো এমন-৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬*, ৫৪*। এই ছয় ম্যাচে উইকেটও নিয়েছেন ৭টি। অলরাউন্ড পারফরম্যান্স যাকে বলে!

তবে কি নাসির জাতীয় দলে ফিরছেন? বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে উত্তরটা দিলেন বেশ কৌশলে। নাসির ফিরতে পারবেন না অথবা ফিরছেনই-কোনোটিই পরিষ্কার করে বলেননি তিনি।

নান্নু বলেন, ‘একটা টুর্নামেন্ট দেখেই তো আসলে কাউকে দলে ফেরানো যায় না। একটা টুর্নামেন্ট তো মানদণ্ড হতে পারে না। নাসির মাঝে খেলার মধ্যে ছিল না। বিরতি গেছে। তার প্রস্তুত হতে সময় লাগবে। তবে যদি নিয়মিত পারফর্ম করে যায়। তবে অবশ্যই সে আমাদের বিবেচনায় আছে।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।