টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

একদিন বিরতির পর আজ (বৃহস্পতিবার) ফের শুরু বিপিএলের চট্টগ্রামপর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঢাকা ডমিনেটর্স।

জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন। অর্থাৎ কুমিল্লা প্রথমে ব্যাট করবে।

কুমিল্লা একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, খুশদিল শাহ, জনসন চার্লস, আবু হায়দার, তানভীর ইসলাম, মুকিদুল মুগ্ধ, হাসান আলি।

ঢাকা একাদশ
আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, রবিন দাস, আমির হামজা, জুবায়ের হোসেন, মোহাম্মদ ইমরান, মুক্তার আলি, তাসকিন আহমেদ।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।