হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো পরাশক্তি পাত্তা পায়নি। যুক্তরাষ্ট্র তো অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই। পঁচা শামুকে পা কাটেনি বাংলাদেশের মেয়েদের।
বেনোনিতে আজ (বুধবার) অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেট আর ১৫ বল হাতে রেখে হারিয়েছেন তারা।
এ নিয়ে টানা তিন ম্যাচ জিতলো বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্স আগেই প্রায় নিশ্চিত হয়েছিল। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রাখলো লাল-সবুজ জার্সিধারীরা।
আরও পড়ুন> কথাবার্তা চূড়ান্ত করতে আসছেন হাথুরুসিংহে, তবে...
টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা। তবে বাংলাদেশের বোলারদের খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি তারা। পুরো ২০ ওভার খেলে ৪ উইকেটে তুলতে পারে মাত্র ১০৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন স্নিগ্ধা পাল।
দিশা বিশ্বাস ৪ ওভারে ১৩ রান খরচায় নেন ২টি উইকেট।
আরও পড়ুন>‘অপ্রতিরোধ্য’ মেয়েরা, অস্ট্রেলিয়ার পর এবার ধরাশায়ী শ্রীলঙ্কা
জবাবে ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এরপর দিলারা আক্তারের ১৫ বলে ১৭, স্বর্ণা আক্তারের ১৪ বলে ২২, অধিনায়ক দিশা বিশ্বাসের ১৭ বলে ১০ রানে রান তাড়ায় অনেকটাই এগিয়ে যায় মেয়েরা।
এরপর রাবেয়া খানের ২৪ বলে ১৮ আর মিস্টি সাহার ১৩ বলে অপরাজিত ১৪ রানে ভর করে জয় পেতে কষ্ট হয়নি।
এমএমআর/এএসএম