ঢাকায় বোর্ড কর্তাদের বৈঠক নিয়ে যা বললেন সাকিব
আজ দুপুরে রাজধানী ঢাকার ওয়েস্টইন হোটেলে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। প্রথমে মনে হচ্ছিল, জাতীয় দলের নতুন হেড কোচ নিয়োগ সংক্রান্ত ব্যাপারেই বুঝি বোর্ড পরিচালকদের নিয়ে বসেছিলেন বিসিবি সভাপতি।
কিন্তু পরে জানা গেল, তা না। বিপিএলে ক্রিকেটারদের অসহিষ্ণু ও উত্তেজক আচরণ এবং আম্পায়ারিং নিয়েই বিপিএল গভর্র্নিং কাউন্সিল ও বোর্ডের কয়েকজন শীর্ষ পরিচালকের সাথে একান্তে কথা বলেছেন নাজমুল হাসান পাপন।
তবে বৈঠক শেষে বিসিবি সভাপতি কোনো কথা বলেননি মিডিয়ার সাথে। বোর্ড প্রধান নিজে কোন কথা না বললেও বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন সুজন পরে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনিও পরিষ্কার করে কিছু বলেননি। তবে কথা শুনে মনে হয়েছে, বিপিএলে এখন পর্যন্ত যা যা ঘটেছে, তা নিয়েই মূলত কথা হয়েছে বৈঠকে। বিসিবি সিইও মুখে বলেছেন, ‘আমরা কোনো নির্দিষ্ট ইস্যু নিয়ে নয়, বিপিএল নিয়ে একটা সামগ্রিক আলাপ আলোচনা করেছি। যেখানে বোর্ড সভাপতি সাহেবও ছিলেন। যাদেরকে অবহিত করা দরকার তা করা হয়েছে।’
‘আমরা এ আসরকে কিভাবে সাফল্যের সঙ্গে শেষ করতে পারি, তা নিয়ে আলাপ হয়েছে। আমরা এরই মধ্যে ঢাকা পর্ব শেষ করেছি। মূলত বিপিএল নিয়ে আলোচনা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘আমরা যে প্ল্যানিং নিয়ে এগুচ্ছি। তাতে আমরা সন্তুষ্ট।’
বিসিবি সিইও স্বীকারই করেছেন, তারা বিপিএলের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেছেন। বলার অপেক্ষা রাখে না, বিপিএলে এখনও পর্যন্ত ক্রিকেটারদের অসহিষ্ণু আচরণ উত্তেজক কথা-বার্তা, আম্পায়ারদের ভুল খেলা পরিচালনা এবং সাকিবসহ একাধিক খেলোয়াড়ের উত্তেজক আচরণ নিয়েই যত কথাবার্তা। তার সিংহভাগ জুড়েই আছেন সাকিব আল হাসান।’
তিনিই পরপর দুদিন আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করেছেন। একদিন তেড়েও গেছেন আম্পায়ারদের দিকে। অন্যদিন ব্যাটারের স্ট্রাইক নেওয়া নিয়ে আম্পায়ারের সাথে বচসায় লিপ্ত হয়েছেন।
কাজেই বোর্ড কর্মকর্তারা সরাসরি কিছু না বললেও বোঝাই যায় তারা সাকিব ইস্যুতেই আলোচনা করেছিলেন। এখন যাকে নিয়ে এত কথা, যার উত্তেজক আচরণ নিয়ে বোর্ড প্রধান রীতিমত নীতি নির্ধারনী এক অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন, সেই সাকিবের প্রতিক্রিয়া কী? তিনি কি জানেন আজকের সেই অনানুষ্ঠানিক বৈঠকের কথা?
বৃহস্পতিবার সে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সাকিব। আজ ফরচুন বরিশালের প্র্যাকটিসে যোগ না দিয়ে সাকিব গিয়েছিলেন ‘পুমা কেডসের’ এক শো রুমের উদ্বোধন করতে। সেখানে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, বিপিএল নিয়ে একটা মিটিং হয়েছে ঢাকায়। এটা ভালো দিক কি না?
সাকিবের জবাব, ‘আমি জানি না। (অনেকক্ষণ পর) এটা ভালো কথা।’
এদিকে চট্টগ্রাম পর্ব শুরুর ২৪ ঘন্টা আগের অনুশীলনে ছিলেন না সাকিব। তাই উঠল প্রশ্ন, ‘আপনি আজকের অনুশীলনে ছিলেন না। আপনার কি মনে হয় না অনুশীলনে দলের সাথে অধিনায়ক থাকলে ভালো হতো?’ সাকিবের জবাব, ‘হ্যাঁ, অবশ্যই হতো। তবে আমি নাই।’
এআরবি/আইএইচএস/