আজমের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৯ রানের বিশাল লক্ষ্য দিলো খুলনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

টস জিতে খুলনা টাইগার্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে মিরপুরে রানের বন্যা বইয়ে দিয়েছেন পাকিস্তানি ব্যাটার আজম খান।

এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। চট্টগ্রামের বোলারদের সামনে তিনি ছিলেন হার না মানা এক ব্যাটার। তার অসাধারণ সেঞ্চুরি এবং তামিম ইকবালের এক ক্যামিও ইনিংসের ওপর ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৭৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইগার্স।

৫৮ বলে ১০৯ রানে অপরাজিত থেকে যান পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক, ব্যাটার মঈন খানের ছেলে আজম খান। ৯টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কার মার মারেন তিনি।

৪০ রান করেন তামিম ইকবাল। তিনি খেলেন ৩৭টি বল। ৫ বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও মারেন তিনি। এছাড়া সাব্বির রহমান করেন ১০ রান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।