মাঠে ফিরেই তামিমের গোল্ডেন ডাক, আউটে অসন্তোষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

তামিম ইকবাল কি চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন? বিপিএলে কি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন? খুলনা টাইগার্সের হেড কোচ খালেদ মাহমুদ সুজন আগের দিনই সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তামিম পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। আসলেই কী?

বিপিএল শুরুর আগে বসুন্ধরা কমপ্লেক্সে রংপুর রাইডার্সের সাথে একটি প্র্যাকটিস ম্যাচ খেলছে খুলনা টাইগার্স। ম্যাচে প্রথমে ব্যাটিং করছে খুলনা।

ম্যাচটি গা-গরমের হলেও সবার নজর ছিল তামিম ইকবালের দিকে। দেশসেরা ওপেনার চোট কাটিয়ে ফিরেছেন, কেমন তার অবস্থা? ব্যাট হাতে কী করেন? দেখার অপেক্ষা ছিল সবার।

সেই অপেক্ষার ইতি ঘটলো মাত্র এক বলেই। রংপুরের বিপক্ষে খুলনার হয়ে অবশ্য ওপেন করেননি তামিম। ওপেন করেছেন জুনিয়র সোহান আর মুনিম শাহরিয়ার। ওয়ান ডাউনে নেমেছেন মাহমুদুল হাসান জয়। তামিম নামেন চারে।

কিন্তু মাঠে যাওয়া আর আসার মধ্যে সময়ের পার্থক্য খুব একটা ছিল না। প্রথম বলেই যে বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন তামিম, ফিরেছেন গোল্ডেন ডাকে।

যদিও আম্পায়ার আউট দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েননি দেশসেরা ওপেনার। তার চোখেমুখে ছিল অসন্তোষের ছাপ। মানে তামিমের দাবি, তিনি আউট হননি। শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।