আগামীতে বাংলাদেশে আরও ভালো প্রস্তুতি নিয়ে আসবো: লোকেশ রাহুল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

বাংলাদেশের সামনে সুযোগ ছিল জেতার। কিন্তু দুর্ভাগ্য, সাকিবের দল সম্ভাবনা জাগিয়েও পারেনি। ১৪৫ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করে ৭৪ রানে ৭ উইকেট হারিয়েও ৩ উইকেটে জিতেছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০‘তে হেরেছে টাইগাররা।

তির্যক ভাষায় বলতে গেলে, দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কিন্তু কেউ তা বলছেন না। অতিবড় বাংলাদেশ সমালোচকের মুখেও নেই কোনো কটুক্তি। বরং সবার মুখেই প্রশংসা।

বাংলাদেশের এমন পারফরমেন্সে ভারতীয়দের প্রতিক্রিয়া কী? তারা টাইগারদের এমন লড়াই ও সংগ্রাম দেখে কী বললেন? ভারতের অধিনায়ক লোকেশ রাহুল বাংলাদেশের ক্রিকেটারদের উচ্ছ্বসিত প্রশংসাই করেছেন।

সাকিব বাহিনী তাদের পুরো সিরিজে অনেক বেগ দিয়েছে। তাদের সঙ্গে সমান তালে লড়াই করেছে এবং শেষ টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েছে। আগামীতে বাংলাদেশে খেলার আগে ভালোমতো প্রস্তুতি নিয়ে আসতে হবে, বলতে দ্বিধা করলেন না ভারত অধিনায়ক।

লোকেশ রাহুল বলেন, ‘টাফ গেম। খুশি যে আমরা শেষ পর্যন্ত কাজের কাজ করতে পেরেছি। আমরা খুবই বিপদে ছিলাম। পুরো দল চাপে পড়ে গিয়েছিল। ড্রেসিংরুমে নার্ভাসও হয়ে পড়েছিলাম। অশ্বিন আর আইয়ার শক্ত হাতে হাল ধরে বিপদমুক্ত করেছে আমাদের। কন্ডিশন খুব কঠিন ছিল।’

ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘টেস্ট ক্রিকেট আসলে এমনই হয়। আসলে কঠিন পরিস্থিতিতেই ভালোভাবে সামর্থ্য যাচাই করা যায়। আমরা এমন খেলাই খেলতে পছন্দ করি। অবশ্যই ম্যাচটি কঠিন ছিল। তবে স্মরণীয় ম্যাচ এবং জিততে পারাটা অবশ্যই মধুর।’

ওয়ানডে সিরিজ হারলেও ভারতের অধিনায়ক মনে করেন, সামগ্রিকভাবে এটা তাদের জন্য দারুণ এক সিরিজ ছিল। তার ভাষায়, ‘ওয়ানডে সিরিজ হারাটা মোটেই ভালো অভিজ্ঞতা ছিল না। তবে কখনও কখনও পরাজয় অনেক কিছু শেখায়। আমরা দল হিসেবে এবং ব্যক্তিগত পর্যায়ে কে কোথায় দাঁড়িয়ে, সেটাও জানা গেলো। ৫০ ওভারের বিশ্বকাপের আগে সেটা জানা খুব কাজে দেবে। একইভাবে টেস্ট সিরিজটাও।

বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা করে রাহুল বলেন, ‘অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বাংলাদেশ বেশ ভালো খেলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। তারা আমাদের চ্যালেঞ্জ জানিয়েছে যথেষ্ট। এমনকি আজ তারা খুব সাফল্যের সঙ্গে সিরিজটা শেষ করার সম্ভাবনা জাগিয়েছিল। তারা আমাদের কাজটি বেশ কঠিন করে দিয়েছিল। পরে অশ্বিন আর শ্রেয়াস আমাদের জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। সবমিলিয়ে দারুণ এক ট্যুর ছিল এটা।’

ভারতীয় অধিনায়কের শেষ কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, ‘আমরা এরপর যখন খেলতে আসবো এবং যে ফরম্যাটেই আসি না কেন, শিক্ষাটা কাজে লাগবে। আরও অনেক প্রস্তুতি নিয়ে আসব আমরা।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।