চট্টগ্রামে আজ শুরু প্রথম টেস্ট
ভারতের বিপক্ষে টাইগারদের বড় দুই চ্যালেঞ্জ
টেস্টে ২০২২’র শুরুটা ছিল দুর্দান্ত। মাউন্ট মুঙ্গানুইতে নিউজিল্যান্ডের মত পরাশক্তির বিপক্ষে প্রতিকূল পরিস্থিতি সামলে ৮ উইকেটের ঐতিহাসিক জয়ে শুরু হয়েছিল বছর। মনে হচ্ছিল, টিম বাংলাদেশের এ বছরটা কাটবে অন্যরকম। কিন্তু বাস্তবে হয়েছে সম্পূর্ণ উল্টো।
উদ্ভাসিত সূচনার পরও টেস্টে খুবই খারাপ এক বছর কাটালো টাইগাররা। কিউইদের তাদের মাটিতে হারানোর পর এখন পর্যন্ত আর একটি মাত্র টেস্ট ড্র করতে পেরেছে বাংলাদেশ। সেটা বছরের মাঝামাঝি মে মাসে, শ্রীলঙ্কার সঙ্গে চট্টগ্রামে। বাকি ৬ টেস্টের সবকটায় পরাজয় ছিল সঙ্গী।
আজ (বুধবার) বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। যে সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এ টেস্টে বাংলাদেশের সামনে আছে দুটি বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো অতি ব্যাটিং সহায়ক উইকেট। দ্বিতীয়টি, কুয়াশা ও শিশির ভেজা সকাল।
দেশে এখন শীতের প্রভাব স্পষ্ট। পৌষ শুরু হয়ে গেছে। কুয়াশা আর শিশিরভেজা সকালে লাল বলে ভারতীয় পেসার উমেশ যাদব, মোহাম্মদ সিরাজদের খেলা বেশ কঠিন হবে।
অন্যদিকে আগে বোলিং করলেও মাথায় থাকবে আরেক দুশ্চিন্তা। সকালের কন্ডিশনটা ঠিকভাবে কাজে লাগাতে না পারলে লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রিশাভ পান্তদের আটকে রাখা প্রায় অসম্ভব হয়ে যাবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে দেখা গেছে, চট্টগ্রামের এই উইকেট কতটা ব্যাটিং স্বর্গ।
তাই টস জিতলে বেশ ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে সাকিব আল হাসানকে। তবে দুশ্চিন্তার বিষয় হলো, সাকিব এই টেস্টে টস করতে পারবেন কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি ম্যাচের আগের দিন পর্যন্ত।
মঙ্গলবার প্র্যাকটিসের আগে হঠাৎ পাঁজরে ও পিঠে ব্যাথা অনুভব করে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। অবশ্য চিকিৎসকদের দেখিয়ে টাইগার ক্যাপ্টেন মাঠে ফিরে অনুশীলনও করেছেন। তবে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি টিম ম্যানেজম্যান্ট। জানানো হয়েছে, সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে।
এদিকে বাংলাদেশ দলের প্রধান স্ট্রাইকবোলার তাসকিন আহমেদও পুরো ফিট নন। পিঠের ব্যথা থেকে সুস্থ হয়ে শেষ ওয়ানডে খেলেছেন। তার ঠিক পর পরই তাকে টেস্ট খেলানোর ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ফলে তার চট্টগ্রামে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
তামিম ইকবাল তো ছিটকে গেছেন আগেই। তার বদলে আজ অভিষেক হতে পারে ওপেনার জাকির হাসানের। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও বয়সে তরুণ, বেশ অনভিজ্ঞ। বাজে ফর্ম মুমিনুল হককে ছিটকে দিলে তিনে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত।
তার মানে টপঅর্ডারে পরীক্ষিত আর অভিজ্ঞ ব্যাটারের অভাব স্পষ্ট। ভারতের মতো দলের বিপক্ষে এমন ‘ভাঙাচোরা’ দল নিয়ে কতটা লড়াই করতে পারে টাইগাররা, সেটিই এখন দেখার।
এআরবি/এমএমআর/জেআইএম