ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান, শঙ্কায় শ্রীলঙ্কা
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মাঝপথেই ভেস্তে যাওয়ায় সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান।
বৃষ্টিতে ম্যাচ শেষ না হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগ করে নেয় আফগানরা। প্রথম ওয়ানডেতে তারা জিতিছিল। সুপার লিগের মূল্যবান ৫ পয়েন্টই আফগানদের লিগ টেবিলের সাত নম্বরে থাকা নিশ্চিত করেছে।
লিগ টেবিলে আফগানিস্তানের পিছনে থাকা দলগুলোর পক্ষে আর তাদের ছুঁয়ে ফেলা সম্ভব হবে না। সুতরাং, সাত নম্বর দল হিসেবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছে আফগানিস্তান।
পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শ্রীলঙ্কা বেশ চাপে আছে। সুপার লিগে তাদের হাতে রয়েছে মাত্র ৪টি ম্যাচ। লিগ টেবিলের আট নম্বরে থাকতে তাদের লড়াই ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে; তাতে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে কোনো একটি দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। বাকিদের বাছাইপর্ব পার হয়ে আসতে হবে।
প্রসঙ্গত, সেরা পাঁচ দলের মধ্যে থাকায় বাংলাদেশ আগেভাগেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়ে গেছে। পয়েন্ট তালিকায় এখন এক নম্বরে আছে ভারত।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগ টেবিল
১. ভারত: ২০ ম্যাচে ১৩৪ পয়েন্ট (Q)
২. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট (Q)
৩. নিউজিল্যান্ড: ১৭ ম্যাচে ১২৫ পয়েন্ট (Q)
৪. অস্ট্রেলিয়া: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (Q)
৫. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (Q)
৬. পাকিস্তান: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (Q)
৭. আফগানিস্তান: ১৪ ম্যাচে ১১৫ পয়েন্ট (Q)
৮. ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট
৯. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট
১০. শ্রীলঙ্কা: ২০ ম্যাচে ৬৭ পয়েন্ট
১১. দক্ষিণ আফ্রিকা: ১৬ ম্যাচে ৫৯ পয়েন্ট
১২. জিম্বাবোয়ে: ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট
১৩. নেদারল্যান্ডস: ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট
এমএমআর/জেআইএম