বাংলাদেশ সফরে অনিশ্চিত জাদেজা, টেস্ট দলে ঢুকতে পারেন সূর্য

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৩ নভেম্বর ২০২২

বিশ্বকাপের আগে এশিয়া কাপের সময়ই চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেই চোটের কারণে তাকে অস্ত্রোপচারও করাতে হয়। ফলে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি ভারতীয় এই অলরাউন্ডারের।

সামনে বাংলাদেশ সফর। দলের সঙ্গে আসার কথা ছিল জাদেজার। দলে নির্বাচিতও হয়েছিলেন। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, চোট এখনও পুরোপুরি সারেনি। ফলে এই সফরে সম্ভবত আসা হচ্ছে না জাদেজার। তার পরিবর্তে সফরের টেস্ট দলে জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব।

বিজ্ঞাপন

সাদা বলে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমারকে টেস্ট দলে অন্তর্ভূক্তির দাবি অনেক দিন ধরেই। এবার বাংলাদেশ সফরে সেই সুযোগটা পেয়ে যেতে পারেন সূর্য। শোনা যাচ্ছে সরফরাজ খানের দলে ফেরার কথাও। গত রঞ্জি ট্রফিতে যিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

আগামী মাসে (ডিসেম্বরে) বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। এখানে তারা টাইগারদের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।