শ্বশুর লাইফ সাপোর্টে, ম্যাচের মাঝপথেই চট্টগ্রামে ছুটলেন তামিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২০ নভেম্বর ২০২২

খেলছিলেন ইসলামি ব্যাংক ইস্ট জোনের হয়ে। ব্যাটিংও করলেন। ব্যাট হাতে যদিও তেমন সুবিধা করতে পারেননি। ২৯ বলে ১৮ রান করে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। এরই মধ্যে আরেকটি খারাপ খবর, শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের ম্যাচ চলার সময়ের ঘটনা। শ্বশুরের অসুস্থতার খবর শুনে ম্যাচ রেখেই তড়িঘড়ি করে চট্টগ্রামে চলে গেছেন তামিম।

তামিম ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ইয়াসির আলি রাব্বির দুর্দান্ত এক নকে ৪৯.১ ওভারে ২৫৪ রানে অলআউট হয়েছে ইস্ট জোন। রাব্বি ৭৩ বলেই খেলেছেন ৮০ রানের ঝোড়া ইনিংস। যে ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি (৪ চার আর ৫ ছক্কা)। মুশফিকুর রহিম করেন ৭৭ বলে ৪৪।

দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম। ৩৯ রানে একাই নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রবিউল হক আর সুমন খান।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।