যা কিছু ঘটে আল্লাহর ইচ্ছায়, আমরা তো শুধু চেষ্টা করতে পারি: বাবর
পাকিস্তানের এবার বিদায় হয়ে যেতে পারতো সুপার টুয়েলভ বা আদতে গ্রুপপর্ব থেকেই। কিন্তু ভাগ্যের পরশ পেয়ে তাদের সামনে খুলে যায় সেমিফাইনালের দরজা।
তবে সুযোগ কাজে লাগাতেও জানতে হয়। বাংলাদেশেরও কিন্তু সমান সুযোগই এসেছিল। দুর্ভাগ্যজনকভাবে টাইগাররা পারেনি। পাকিস্তান তাদের হারিয়ে নাম লেখায় সেমিতে। তারপর সেমিতেও হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে।
কিন্তু যদি নেদারল্যান্ডসের মতো দল দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারতো? তবে গ্রুপপর্বেই বিদায় হয়ে যেতো বাবর আজমদের। ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও সেই প্রসঙ্গটা এলো। ফাইনালে আসতে ভাগ্যের সাহায্য লেগেছে, স্বীকার করে নিলেন বাবরও।
তবে পাকিস্তান অধিনায়ক মনে করেন, যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছেতেই। তিনি জানান, যেহেতু সৃষ্টিকর্তায় অগাধ বিশ্বাস আছে। তাই তারা মনে করছেন, আল্লাহর ইচ্ছেতেই ফাইনালে এসেছেন, আল্লাহ চাইলে জিতবেনও।
বাবর এ প্রসঙ্গে বলেন, ‘আমরা আল্লাহকে বিশ্বাস করি। যা কিছু ঘটে, আল্লাহর ইচ্ছেতেই ঘটে। আল্লাহ আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা করি নিজেদের সেরাটা দেওয়ার। ফলাফল আল্লাহর হাতে।’
বাবর যোগ করেন, ‘আল্লাহর দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তার বদান্যতায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি, ইনশাআল্লাহ তিনিই আমাদের ফাইনালে জেতাবেন।’
Babar Azam "Allah gave us the opportunity and we grabbed it" (video courtesy ICC) #T20WorldCupFinal #ENGvPAK pic.twitter.com/rVS5fxSC3a
— Saj Sadiq (@SajSadiqCricket) November 12, 2022
নিজেদের পারফরম্যান্সের কারণে আত্মবিশ্বাসও অনেক উঁচুতে রয়েছে জানিয়ে বাবর বলেন, ‘আমরা প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিলাম। সেখান থেকে শেষ চার ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছি। আমি আসলে যতটা না নার্ভাস, তার চেয়ে বেশি রোমাঞ্চিত। সন্দেহ নেই, চাপ আছে। তবে আত্মবিশ্বাস দিযে এই চাপকে পাশ কাটানো যায়। ভালো ফলের জন্য সেটা করতেই হবে।’
প্রতিপক্ষকে নিয়ে বাবর বলেন, ‘ইংল্যান্ড খুবই শক্তিশালী দল। ভারতের বিপক্ষে তাদের (১০ উইকেটের) জয় সেটা প্রমাণ করে। তবে আমরা নিজেদের পরিকল্পনামতো খেলব এবং ফাইনাল জিততে আমাদের পেস শক্তিকে কাজে লাগাব।’
এমএমআর/জেআইএম