‘আইপিএলে তাসকিন প্রতি ম্যাচেই ৩ উইকেট পেতে পারে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৮ নভেম্বর ২০২২

গত আসরেই তাসকিন আহমেদের কাছে আইপিএল খেলার প্রস্তাব এসেছিল। টাইগার গতিতারকাকে কিনতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তাকে ছাড়পত্র দেওয়া হয়নি।

তাসকিন থেমে থাকেননি। কঠোর পরিশ্রমে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ক্রমাগত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ বোলিং করেছেন, আরও একবার নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের।

এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তাসকিন। ইকোনমি ৭.২৭। টি-টোয়েন্টি ক্রিকেটে যেটা সবচেয়ে বেশি দরকারি, রান ধরে রাখা।

ফলে আবারও কথা উঠছে, সামনের আইপিএলে তাসকিনকে লুফে নিতে পারে কোনো একটি দল। কেননা তার প্রতি আগ্রহ আছে অনেক ফ্র্যাঞ্চাইজির।

ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও মনে করছেন তেমনটা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘তাসকিন দুর্দান্ত বোলার, তার দারুণ বলে গতি আছে। সর্বশেষ আইপিএল লখনৌ সুপার জায়ান্টস তাকে চেয়েছিল। কিন্তু বিসিবি ছাড়পত্র দেয়নি। এবার যদি ছাড়পত্র পায়, তবে (আইপিএলে) ভয়ংকর বোলার হতে পারে।’

আকাশ চোপড়া যোগ করেন, ‘নতুন বলে উইকেটরক্ষক এবং তাসকিনের মধ্যেই শুধু খেলা হয়। ব্যাপারটা এমন নয় যে, সে শুধু অস্ট্রেলিয়ার মাঠেই ভালো করেছে। সব মাঠেই তাকে সম্মান দিতে হবে।’

ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষকের মতে, তাসকিন ডেথ ওভারে খরুচে হলেও তাকে ভালোভাবে ব্যবহার করতে পারলে প্রতি ম্যাচেই ৩ উইকেট করে শিকার করার সামর্থ্য আছে।

আকাশ চোপড়া বলেন, ‘ডেথ ওভারে তাসকিন খরুচে। তবে পাওয়ার প্লেতে ২-৩ ওভার এবং ১২-১৩ ওভারের দিকে যদি বাকিগুলো করানো হয়, তবে প্রতি ম্যাচে সে ৩ উইকেট করে পেতে পারে।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।