চার-ছক্কা ছাড়া পাওয়ার প্লে, লজ্জার রেকর্ডে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৫ অক্টোবর ২০২২

টি-টোয়েন্টি মানেই মারদাঙ্গা ব্যাটিং। বিশেষ করে পাওয়ার প্লের ৬ ওভারে বৃত্তের মধ্যে বেশিরভাগ ফিল্ডার থাকায় চার-ছক্কা হাঁকানোর সুযোগ থাকে অনেক বেশি।

তবে পাওয়ার প্লেতে একটিও চার বা ছক্কা মারতে না পারার রেকর্ডও কিন্তু আছে। যে লজ্জার রেকর্ডে এবার যুক্ত হলো অস্ট্রেলিয়ার নাম।

আজ (মঙ্গলবার) পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৮ রান তাড়ায় নেমে ৬ ওভারে ১ উইকেটে মাত্র ৩৩ রান তুলতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাট এমন ঘটনার সাক্ষী হলো এ নিয়ে তৃতীয়বার।

এর আগে ২০১৪ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান পাওয়ার প্লেতে এমন রেকর্ডে নাম জড়িয়েছিল। বাংলাদেশও প্রতিপক্ষকে এই লজ্জায় ফেলেছে একবার।

২০২১ সালে আল আমেরাতে বাংলাদেশি বোলারদের তোপে পাওয়ার প্লেতে কোনো বাউন্ডারি হাঁকাতে না পারার রেকর্ডে নাম লিখিয়েছিল পাপুয়া নিউগিনি।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।