টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০২২

মেঘলা আকাশ, বৃষ্টির শঙ্কা। এর মধ্যেই টস করতে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে মাঠে নামলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

তবে বিশ্বকাপে নিজেদের শুরুটা সৌভাগ্যের হলো না। ডাচদের সঙ্গে টস হারলেন সাকিব। উল্টো টস জিতে বাংলাদেশকেই ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে নিজেরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলো নেদারল্যান্ডস।

হোবার্টের আজকের উইকেট সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন বলেন, ‘এই উইকেটে ব্যাটারদের ভয় পাওয়ার মত আমি কিছু দেখিনি। তবে, এখানে স্পিনের চেয়ে পেস সবচেয়ে বেশি কার্যকরি হবে। সঙ্গে কিছুটা সুইংও থাকবে।’

টস জিতে ফিল্ডিং নেয়া সম্পর্কে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘প্রথম রাউন্ডজুড়ে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি। সেটা হলো, আমাদের দলটা রান তাড়া ভালোই করতে পারে। তারওপর এখানকার আবহাওয়াও একটা বড় কারণ। এ কারণেই আমরা চিন্তা করেছি, টস জিতলে ফিল্ডিং নেবো। এখন আমরা লড়াই করতে চাই এবং কিছু ম্যাচও জিততে চাই।’

বাংলাদেশ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। রোয়েলফ ফন ডার মারউই রয়েছেন ইনজুরিতে। তার পরিবর্তে খেলবেন শারিজ আহমাদ। এছাড়া টিম ফন ডার গুটেনের পরিবর্তে খেলবেন লোগান ফন বিক।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, ‘আমরা হোবার্টে পরে এসেছি। এখানে প্রস্তুতির সুযোগ পাইনি। তবে নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। কিন্তু যতই প্রস্তুতি নিই, আমাদের প্রয়োজন পারফর্ম করা।’

পেসারদের নিয়ে সাকিব বলেন, ‘আমাদের স্কোয়াডে পেস বোলিং গ্রুপটা বেশ উন্নতি করেছে। গত তিন-চার বছরে তারা খুব ভালো বোলিং করছিল। আশা করি তারা ভালৈা করবে।’

ম্যাচে নিজের ভূমিকা সাকিব বলেন, ‘আমার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। শুধু পারফরম্যান্সই নয়, কিভাবে দলটা পরিচালনা করি, সেটাও। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যারা সিনিয়রদের দিকে তাকিয়ে থাকে। তবে, জিততে হলে আমাদের সবাইকেই সমান পারফর্ম করতে হবে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।