কোণঠাসা দলকে উজ্জীবিত করার চেষ্টায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১১ অক্টোবর ২০২২

টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিউজিল্যান্ড আজ (মঙ্গলবার) পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোয় ফাইনালে উঠার সমীকরণও কঠিন হয়ে গেছে বাংলাদেশের। তবে একটি জয়ই বদলে দিতে পারে সবকিছু। বিশ্বকাপের আগে বড় দলের বিপক্ষে যে জয়টা ভীষণ দরকার সাকিব আল হাসানদের।

আগামীকাল (বুধবার) ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল আটটায় স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

গত রোববার এই নিউজিল্যান্ডের কাছে হারের পর মাঝে দুদিন বিরতি পেয়েছে সাকিবের দল। এর মধ্যে একদিন ছুটির আমেজে কাটিয়েছে টাইগাররা।

jagonews24

তবে ম্যাচের আগের দিন অনুশীলনে ঠিকই সিরিয়াস চেহারায় দেখা গেলো ক্রিকেটারদের। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে টাইগারদের আজকের অনুশীলনের কয়েকটি ছবি দেওয়া হয়েছে, যেখানে দেখা যায় অধিনায়ক সাকিব আল হাসান দলের খেলোয়াড়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সাকিব কিছু বলছেন, পুরো শিবির মনোযোগ দিয়ে সেটা শুনছে। বোঝাই যাচ্ছে, কোণঠাসা দলটাকে উজ্জীবিত করার চেষ্টা করছেন অধিনায়ক।

সামনে জয় ছাড়া বিকল্প ভাবনার সুযোগ নেই। এমন সময়ে অধিনায়কের কিছু অনুপ্রেরণাদায়ক কথাই যে বদলে দিতে পারে দলের মানসিকতা।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।