এক শটে সাব্বির দেখিয়েছে সে কী করতে পারে: সিডন্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২

টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনারদের টানা ব্যর্থতার কারণে নতুন পথ বেছে নিয়েছে বাংলাদেশ দল। প্রথাগত ওপেনারদের বদলে মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমানকে মেকশিফট ওপেনার বানিয়ে শেষ তিন ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে পুরোপুরি সফল না হলেও ব্যর্থ বলার সুযোগ নেই।

বিশেষ করে এ তিন ম্যাচে মেহেদি মিরাজ খেলেছেন যথাক্রমে ২৬ বলে ৩৮, ১৪ বলে ১২ ও ৩৭ বলে ৪৬ রানের ইনিংস। তবে আরেক মেকশিফট ওপেনার সাব্বির তিন ম্যাচে বড় কিছু করতে পারেননি। এশিয়া কাপে ৫ রানের পর আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হন ০ রানে।

মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভালো কিছুর আভাস দিয়েছিলেন সাব্বির। বিশেষ করে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাবির আলির খাটো লেন্থের ডেলিভারি মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের চেনা ছন্দে ফেরার বার্তাই দিচ্ছিলেন সাব্বির।

শেষ পর্যন্ত অবশ্য ৯ বলে ১২ রান করে আউট হয়ে যান এ মারকুটে ব্যাটার। তবে তার সেই ছক্কার শটে মুগ্ধ টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। তার মতে, সাব্বির কী করতে পারে সেটি এই এক শটেই বুঝিয়ে দিয়েছেন। তবে তার কাছ থেকে এগুলো আরও বেশি দেখতে চান সিডন্স।

মেকশিফট ওপেনারদের ওপর সন্তুষ্টির কথা জানিয়ে এ অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, ‘হ্যাঁ (আমি খুশি)। বিশেষ করে মিরাজের ওপর। সাব্বির এখনও ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই।’

মিরাজের প্রশংসা করে ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। সে এখন যা করছে তা পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।’

এসময় বোলিংয়ে আরও কাজ করতে হবে জানিয়ে সিডন্স বলেছেন, ‘আমরা এখানে দেখলাম, এশিয়া কাপেও দেখেছি। আমরা খুব ভালো ব্যাটিং করেছি। হয়তো বোলিংয়ে কিছু উন্নতি করতে হবে। যা এই সিরিজে আমরা খুব ভালো করেছি। আমরা দারুণ বোলিং করেছি। বিশেষ করে আজকে।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।