সাকিবদের হারিয়ে ফাইনালে বার্বাডোজ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টানা চার জয়ে প্লে-অফের টিকিট পেয়েছিল সাকিব আল হাসানের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তাদের এ জয়যাত্রা থামিয়ে সরাসরি ফাইনালে উঠে গেছে বার্বাডোজ রয়্যালস। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বার্বাডোজ জিতেছে ৮৭ রানের বড় ব্যবধানে।
রাহকিম কর্নওয়াল ও আজম খানের ঝড়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বার্বাডোজ। জবাবে ১৪ বল আগেই অলআউট হওয়া গায়ানা করতে পেরেছে মাত্র ১০৮ রান। পরপর দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতা সাকিব এই ম্যাচে করেছেন ১ রান, নিয়েছেন ১টি উইকেট।
১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে গায়ানা। ইনিংসের চতুর্থ ওভারে উইকেটে গিয়ে মোটে তিন বল থাকতে পেরেছেন সাকিব। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২ বলে করেন ১ রান। গায়ানার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন শিমরন হেটমায়ার।
এর আগে বার্বাডোজকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে মাত্র ৫৪ বলে দুই চার ও ১১ ছক্কার মারে ৯১ রানের ইনিংস খেলেন কর্নওয়াল। তার এই ১১ ছক্কা সিপিএল ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে সাকিবের বলেই আউট হন তিনি।
কর্নওয়ালের সঙ্গে মিলে মাত্র ৮.৩ ওভারে ৯০ রানের জুটি গড়েছেন আজম খান। এ পাকিস্তানি তারকা আউট হওয়ার আগে তিনটি চার ও চারটি ছয়ের মারে ৩৫ বলে খেলেছেন ৫২ রানের ইনিংস। সাকিব নিজের কোটা পুরোটা শেষ করার সুযোগ পাননি। তিন ওভারে ২২ রান দিয়ে নেন এক উইকেট।
এই ম্যাচ হারলেও ফাইনাল খেলার সুযোগ রয়েছে গায়ানার সামনে। এলিমিনেটর ম্যাচে সেইন্ট লুসিয়া কিংসকে ৩৩ রানে হারিয়ে জ্যামাইকা তালাওয়াজ। বৃহস্পতিবার ভোরে ফাইনালের দ্বিতীয় টিকিটের লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে জ্যামাইকা ও গায়ানা।
এসএএস/এমএস