তামিম-মোস্তাফিজের পর টি-টেন লিগের ড্রাফটে আফিফ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টেন লিগের প্লেয়ার ড্রাফটে এবার নাম উঠলো তরুণ আফিফ হোসেন ধ্রুবর। আগামী ২৬ সেপ্টেম্বর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।

টি-টেন লিগের দল বাংলা টাইগার্স এবার আগেভাগেই নিয়ে রেখেছে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার দলটির অধিনায়ক এবং আইকন প্লেয়ার থাকবেন।

আফিফের আগে ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার মোস্তাফিজুর রহমানের।

বাঁহাতি ব্যাটার আফিফ এর আগেও অবশ্য টি-টেন লিগে খেলেছেন। তার দল ছিল বাংলা টাইগার্স। দলটির আইকন ক্রিকেটারও ছিলেন তিনি।

টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ছয় দলের এই টুর্নামেন্টের।

টুর্নামেন্টের ছয়টি দল হলো-বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, নর্দার্ন ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।