তারকা ব্যাটারকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

কনুইয়ের ইনজুরির কারণে শীর্ষ তারকা ব্যাটার রসি ফন ডার ডুসেনকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। গত মাসে ইংল্যান্ড সফরে বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন ডুসেন। তাকে ছাড়াই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।

বরাবরের মতো বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন ডানহাতি ব্যাটার টেম্বা বাভুমা। ডুসেনের অনুপস্থিতিতে বিশ্বকাপের দরজা খুলে গেছে কোলপাক চুক্তি থেকে ফেরা বাঁহাতি টপঅর্ডার ব্যাটার রাইলি রুশোর। দলে জায়গা ধরে রেখেছেন রেজা হেন্ডরিকসও।

চোটের কারণে ইংল্যান্ড সফরের পুরোটাই মিস করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। বিশ্বকাপকে মাথায় রেখে সার্জারির বদলে নিবিড় পর্যবেক্ষণে থেকে সুস্থ হওয়ার পথই বেছে নেন তিনি। প্রোটিয়াদের আসন্ন ভারত সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন বাভুমা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি ও ত্রিস্তান স্টাবস।

রিজার্ভ: জর্ন ফরচুইন, মার্কো জানসেন ও আন্দিল ফেলুকায়ো।

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।