ক্যারিয়ারে প্রথমবার ওপেনিংয়ে নেমে ব্যর্থ সাব্বির
ওপেনিংটা ক্লিক করছে না। বাংলাদেশ তাই আজ (বৃহস্পতিবার) বাঁচামরার ম্যাচে একসঙ্গে দুই ওপেনার বদলে ফেলেছে। নাইম শেখ আর এনামুল বিজয়ের বদলে ওপেনিংয়ে এসেছেন মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমান।
কেমন হলো ওপেনিং জুটি? দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব খারাপ ছিল না। তবে ১৯ রানেই ভেঙে গেছে সাব্বির-মিরাজের জুটি।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন সাব্বির রহমান। ক্যারিয়ারে প্রথমবার ওপেনিং খেলতে নেমেছিলেন। তবে সুবিধা করতে পারেননি।
৫ বলে ৫ রান করে আসিথা ফার্নান্ডোকে পুল করতে গিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়েছেন সাব্বির।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২০ রান। মিরাজ ১১ আর সাকিব আল হাসান শূন্য রানে অপরাজিত আছেন।
আজকের ম্যাচটি নকআউট। যে দল হারবে, সেই দলই বাদ পড়বে। ম্যাচ জয়ের জন্য টস খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সেখানে শুরুতেই টস হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
এমএমআর/আইএইচএস/