ভালো হোমওয়ার্ক করেই বাংলাদেশে এসেছেন শ্রীরাম
এশিয়া কাপ থেকে শুরু করে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করবেন ভারতের শ্রীধরন শ্রীরাম। কাগজে-কলমে কনসালটেন্ট হলেও হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অবর্তমানে শ্রীরামই মূলত দলের পরিকল্পনা সাজাবেন।
নতুন এ দায়িত্ব পালন করতে গত রোববার বাংলাদেশে এসেছেন শ্রীরাম। একদিন পর আবার দলের সঙ্গে উড়াল দিয়েছেন আরব আমিরাতের উদ্দেশে। ফলে সে অর্থে খুব একটা সময় পাননি শ্রীরাম। ফলে শ্রীরামের অধীনে যা অনুশীলন করার আমিরাতেই করতে হচ্ছে টাইগারদের।
অবশ্য এতে খুব একটা সমস্যা দেখছেন না জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। নতুন দায়িত্ব নিয়ে এলেও, বাংলাদেশ সম্পর্কের শ্রীরামের জানাশোনা অনেক বেশি বলেই মন্তব্য করেছেন সুমন। টাইগারদের শক্তি-দুর্বলতা নিয়ে শ্রীরামের হোমওয়ার্কের প্রশংসাও করেছেন তিনি।
দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে টাইগারদের অনুশীলনের ফাঁকে সুমন বলেছেন, ‘টেকনিক্যাল কনসালটেন্ট নতুন এসেছে কিন্তু সে বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানে। কারণ আগেও যখন অন্য দলের হয়ে কাজ করেছে, তখন বাংলাদেশের বিপক্ষে খেলা হয়েছে। তাই বাংলাদেশের শক্তির জায়গা, দুর্বলতার জায়গা খুব ভালো করে জানে।’
তিনি আরও যোগ করেন, ‘যেকোনো প্রশিক্ষকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে শক্তি ও দুর্বলতার জায়গাটা জানা ও বুঝতে পারা কোন জায়গাটা নিয়ে কাজ করতে হবে। ও সেটা খুব ভালো করেই জানে এবং সেটা নিয়েই কাজ করছে। বাংলাদেশে আসার আগে সে খুব ভালো হোমওয়ার্ক করে এসেছে।’
সময় বেশি না পাওয়ার দিকটি ভাবাচ্ছে সুমনকেও। তবে স্বল্প সময়ের সর্বোত্তম ব্যবহারের দিকেই আশাবাদী জাতীয় দলের এ নির্বাচক, ‘সে খুব বেশি একটা সময় পায়নি। তবে অল্প সময়ের মধ্যেই ছেলেদের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আশা করছি যে আমরা সেটার একটা ফল পাবো।’
এসএএস/এমএস