এশিয়া কাপে ভারতের হেড কোচ লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৫ আগস্ট ২০২২

শনিবার থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেটে ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। তবে স্থায়ীভাবে দায়িত্ব পাননি দেশটির এ সাবেক টপঅর্ডার ব্যাটার। নিয়মিত কোচ রাহুল দ্রাবিড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লক্ষ্মণকে এশিয়া কাপের দায়িত্ব দেওয়া হয়েছে।

অবশ্য এশিয়া কাপের পুরো আসরেও হয়তো দায়িত্ব পালন করা হবে লক্ষ্মণের। কেননা করোনা থেকে সেরা ওঠা মাত্রই আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়। সেক্ষেত্রে সহকারী কোচ হিসেবে থেকে যাবেন লক্ষ্মণ।

ভারতের হেড কোচের দায়িত্ব পালন করা লক্ষ্মণের জন্য অবশ্য নতুন কোনো বিষয় নয়। ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকা লক্ষ্মণ গত জুলাইয়ে আয়ারল্যান্ড ও আগস্ট জিম্বাবুয়ে সফরে ভারতের হেড কোচ হিসেবে দলের সঙ্গে ছিলেন।

তবে সে দুই সফরেই দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত। তাই এবার প্রথমবারের মতো পূর্ণশক্তির দলের কোচিং করানোর সুযোগ পাচ্ছেন লক্ষ্মণ। যদিও ইনজুরির কারণে দলের সঙ্গে নেই দুই নিয়মিত পেসার জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেল।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।