‘ডোমিঙ্গোর টি-টোয়েন্টি দর্শনের সঙ্গে বিসিবির দর্শন মিলছে না’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২০ আগস্ট ২০২২

রাসেল ডোমিঙ্গো এখনো বাংলাদেশের হেড কোচ। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে টেকনিক্যাল পদে নতুন কাউকে মনোনয়ন দিলেও হেড কোচ পদে এখনই পরিবর্তন আনেনি বিসিবি। সম্ভবত পরিবর্তন আসছেও না। তাই ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেয়া হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর পদে।

তারপরও সবার প্রশ্ন একটাই, এমন কি হলো যে টি-টোয়েন্টি ফরম্যাটের হেড কোচ পদে রদবদল আনা হলো? রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে শ্রীরামকে আনা হচ্ছে কেন? তবে কি হেড কোচ ডোমিঙ্গোর পারফরমেন্সে সন্তুষ্ট না হয়ে চরম হতাশ বিসিবি? তাই যদি হবে, তাহলে শুধু টি-টোয়েন্টি ফরম্যাট থেকে কেন, তাহলে তো সব ফরম্যাটের কোচিং থেকেই ডোমিঙ্গোকে নিজ পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া উচিৎ।

বিসিবি পরিচালক, গেম ডেভোলপমেন্ট চেয়ারম্যান তথা জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ব্যাখ্যা, আসলে ডোমিঙ্গো টি-টোয়েন্টি ফরম্যাটের গতি, প্রকৃতি আর দর্শনের সঙ্গে তাল মেলাতে পারছেন না। তার টি-টোয়েন্টি দর্শনেরে সাথে বিসিবির দর্শন মিলছে না। তাই তাকে সরিয়ে আগামী তিন মাসের জন্য ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট শ্রীরামকে এই ফরম্যাটে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দেখেন প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে। আমার ফিলোসফি আলাদা এবং আপনার ফিলোসফি দুইটা আলাদা। ঠিক তেমনি কোচের ফিলোসফি ও আলাদা। সত্যি বলতে, তবে ওর ফিলোসোফি যেটা সেটা হয়তোবা আমাদের সঙ্গে ম্যাচ করছে না।’

সুজন যোগ করেন, ‘সবার জানা, বোঝাই যাচ্ছে যে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে পারফর্ম করতে পারছি না। সুতরাং দেশের জন্য, ক্রিকেটের জন্য যদি ডিফারেন্ট ফিলোসফি আসে তাহলে অসুবিধা কি। দেখা যাক, এ নতুন চিন্তা ভাবনায় কি হয়?

সুজনের শেষ কথা, ‘তাই আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা অনেক কিছুই পরীক্ষা-নিরীক্ষা করতে পারি যেটা আমরা ওয়ানডেতে করতে পারি না। তবে হয়ত টেস্ট ম্যাচেও আমরা এরকম কিছু করতে পারি। দেখুন এত বছর টেস্ট খেলার পরেও কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে স্টেবল হতে পারছি না।’

টাইগারদের টিম ডিরেক্টর সুজনের ধারনা, রাসেল ডোমিঙ্গোও এতে দ্বিমত প্রকাশ করবে না। আসলে বিসিবি শ্রীধরন শ্রীরামকে তিন মাসের জন্য টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে দেখতে চাচ্ছে কি হয়। এখন যে অবস্থা, তার সঙ্গে কোন পার্থক্য চোখে পড়ে কি না! সবকিছু মিলে নতুন কিছুর দেখা মেলে কি না!

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।