ডোমিঙ্গো ইস্যুতে সুজন, কাকে কোন পদে রাখা হবে সেটা বিসিবির ব্যাপার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২০ আগস্ট ২০২২

ভবিষ্যতে কি হবে? শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের কোচ থেকে পদচ্যুতিই নয়, রাসেল ডোমিঙ্গো আদৌ বাংলাদেশের হেড কোচ পদে থাকবেন কি না- তার উত্তর দেবে সময়। আগামী দু’একদিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে বিসিবি।

তবে আগেই জানা, দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো টি-টোয়োন্টি ফরম্যাটে আর বাংলাদেশের হেড কোচ নন এবং এশিয়া কাপে তিনি দলের সঙ্গেও যাবেন না। তার পরিবর্তে হেড কোচ পদে না হলেও টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ভারতের সাবেক জাতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে।

টিম বাংলাদেশের একজন হেড কোচ আছেন; রাসেল ডোমিঙ্গো। তিনি থাকার পরও টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন টেকনিক্যাল রিডেক্টর নিয়োগ, ব্যাপারটা প্রশ্ন জাগায় বৈকি। ডোমিঙ্গো ব্যাপারটিকে কিভাবে নিলেন? তিনি কি এ বিষয়ে স্বাভাবিক? খুব স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন উঁকি-ঝুঁকি দিচ্ছে কম-বেশি সবার মনেই।

এদিকে গতকাল শুক্রবার রাজধানীতে পা রাখা রাসেল ডোমিঙ্গো আজ শনিবার জাতীয় দলের প্রথম অনুশীলনে ঠিকই যোগ দিয়েছেন এবং সেখানে তাকে স্বাভাবিকই দেখা গেল। ক্রিকেটারদের মূল নেট সেশন হলো বিসিবি একাডেমিতে। সেখানে বেশ ব্যস্ত সময় কেটেছে ডোমিঙ্গোর।

পাশাপাশি শেরে বাংলার সেন্টার উইকেটে যখন মুশফিক, আফিফ, রিয়াদ, তাসকিনরা নেটে ব্যাটিং ও বোলিং প্র্যাকটিস করলেন, তখনো বেশ হাসি-খুশিই দেখা গেল ডোমিঙ্গোকে।

বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানালেন, ‘রাসেল ডোমিঙ্গো একজন পেশাদার প্রশিক্ষক। তাই খারাপভাবে নেয়ার প্রশ্নই আসে না।’

আজ শনিবার দুপুরে টাইগারদের অনুশীলন শেষে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে খালেদ মাহমুদ সুজনের সামনে প্রশ্ন ছিল, ‘রাসেল থাকার পরও একজন টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ এবং তার সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করার অর্থ ডোমিঙ্গো আর টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না বা করার সুযোগ থাকবে না। এটা কিভাবে দেখছেন?’

বিসিবি পরিচালক ও গেম ডেভোলপমেন্ট কমিটি চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের বক্তব্য, ‘ডোমিঙ্গোর অন্যভাবে বা নেতিবাচক কিছু মনে করার কথা নয়। আমি তাকে যতটা চিনি, জানি তিনি ভদ্রলোক এবং পেশাদার মানুষ।’

আর সবচেয়ে বড় কথা, ‘এখানে নেতিবাচক চোখে দেখার কিছুই নেই। কারণ কাকে কোন পদে কতদিন রাখা হবে, সেটা একান্তই বিসিবির বিসিবির ব্যাপার।’

তারপরও সুজন স্বীকার করেছেন, ডোমিঙ্গোর সাথে কথা হয়নি তার। তবে তিনি তাকে যতটা চেনেন, জানেন সে আলোকে সুজনের মনে হয়, ‘যেহেতু বাংলাদেশ দলে একজন হেড কোচ আছেন রাসেল ডোমিঙ্গো, তাই আমরা তো কোন হেড কোচ নিয়োগ দিচ্ছি না। আমরা শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আনছি।’

জাতীয় দলের টিম ডিরেক্টর যোগ করেন, ‘বিসিবি কাকে কোন পজিশনে রাখবে সেটা বিসিবি কল করবে। তবে রাসেল এ বিষয়ে কোন কিছুই বলেনি, আমি তার সাথে যতদিন কাজ করেছি বা যতটুকু জানি সে যথেষ্ট পজিটিভ হিউম্যান বিং। আশা করছি পাপন ভাই (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) তার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। আজকে তার সঙ্গে কথা বলার একটা সুযোগ আছে। সুজন আরও যোগ করেন আমার মনে হয়না এটা তেমন কোন বড় ব্যাপার।’

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।