স্যান্টনারের কিপটেমিতে জয়ে শুরু নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ১১ আগস্ট ২০২২

ঘরের মাঠে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজের প্রথম ম্যাচে পরাজিত দল হিসেবে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে।

বুধবার কিংস্টনে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। পরে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের কিপটে বোলিংয়ের সামনে পড়ে ১৭২ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হাই স্কোরিং ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার।

১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্যান্টনারের ঘূর্ণিতে ধরা পড়ে যায় ক্যারিবীয়রা। ইনিংসের সপ্তম ওভারের মধ্যে দলীয় ৪৯ রানেই সাজঘরে ফিরে যান চার ব্যাটার। শামার ব্রুকস ওয়ানডে স্টাইলে খেলে একপ্রান্ত ধরে রাখেন। তিনি আউট হন ৪৩ বলে ৪২ রান করে।

ইনিংসের ১৬তম ওভারে দলীয় ১১৪ রানের মাথায় সপ্তম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ২৫ রান করা হোল্ডার। তখনই মূলত জয় নিশ্চিত হয়ে যায় কিউইদের। তবে অষ্টম উইকেটে ৫.২ ওভারে ৫৮ রান করে যোগ করে পরাজয়ের ব্যবধান কমান রোমারিও শেফার্ড (১৬ বলে ৩১) ও ওডিন স্মিথ (১২ বলে ২৭)।

কিউইদের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার। এছাড়া বাকি চার বোলার ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি নিয়েছেন ১টি করে উইকেট।

এর আগে নিউজিল্যান্ডের পক্ষে ৩৩ বল খেলে সর্বোচ্চ ৪৭ রান করেন দীর্ঘদিন পর সীমিত ওভারের ক্রিকেটে ফেরা অধিনায়ক কেইন উইলিয়ামসন। বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ে করেন ২৯ বলে ৪৩ রান। শেষ দিকে জিমি নিশামের ১৫ বলে ৩৩ রানের ঝড়ে ১৮৫ রানে পৌঁছায় কিউইরা।

এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।