সিঙ্গাপুরে সোহানের আঙুলে সফল অস্ত্রোপচার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৮ আগস্ট ২০২২

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের আঙুলে সফল অস্ত্রোপচার হয়েছে। আজ (সোমবার) সিঙ্গাপুরের রেফেলস হাসপাতালে এই অস্ত্রোপচার করেন ডা. অ্যান্থনি ফু।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সোহান। উইকেটকিপিংয়ের সময় পেসার হাসান মাহমুদের একটি বলে হাতে আঘাত লাগে তার। ফলে সিরিজ থেকে ছিটকে পড়েন।

সিঙ্গাপুরে আজ অস্ত্রোপচারের সময় সোহানের সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে সেরে উঠতে।

মঙ্গলবারই সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন সোহান।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।