‘সিরিজের মাঝপথে যাচ্ছি, একটু অবাক করার মতোই’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৬ আগস্ট ২০২২

সিরিজের প্রথমে যাওয়ার সৌভাগ্য হয়নি। তবে অন্যের ইনজুরির কারণে হঠাৎ করেই ডেকে নেয়া হলো। ফলে তড়িগড়ি করে পেসার এবাদত হোসেন এবং ওপেনার নাইম শেখকে জিম্বাবুয়ে পাঠানোর ঘোষণা দেয় বিসিবি। এরই মধ্যে এই দু’জন জিম্বাবুয়েগামী বিমানে উঠে পড়েছেন।

বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিরিজের মাঝপথে জিম্বাবুয়ে যেতে হচ্ছে বলে কিছুটা অবাক হওয়ার কথাই প্রকাশ করে গেছেন। তিনি সরাসরি বলে দিয়েছেন, ‘প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মত।’

হঠাৎ করে জিম্বাবুয়ে গেলেও প্রস্তুতির মধ্যে ছিলেন বলে জানিয়েছেন এবাদত হোসেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি।’

সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন বলে জানান এবাদত। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’

প্রথম ম্যাচে ৩০৩ রান করেও হারতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে এটা নিয়ে চিন্তিত নন এবাদত। তিনি বলেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। ২-১টা ম্যাচ খারাপ হলে আমরা দল হিসেবে খারাপ? আমরা দল হিসেবে ভালো। আমরা বাকি দুই ম্যাচ জিতলে সিরিজ তো আমাদেরই।’

পেস বোলিংয়ে বাংলাদেশের উন্নতির কথা জানিয়ে পেসার এবাদত বলেন, ‘গত ২ বছর ধরে পেস বোলিং ইউনিট উন্নতির চেষ্টা করছে। তাসকিন, মুস্তাফিজ, শরিফুল, আমি, খালেদ- সবাই ভালো করছে। আমরা হাল ছাড়ব না। উন্নতির গ্রাফ আরও ওপরের দিকে নিয়ে যেতে চাই। এখন পর্যন্ত কারও সাথে কথা হয়নি। তামিম ভাইয়ের সাথে সিরিজের আগে কথা হয়েছে। উনি অনেক প্রেরণা দিয়েছেন।’

একের পর এক ইনজুরি বাংলাদেশ দলকে ভোগাচ্ছে। টানা তিন ফরম্যাটে খেলার ফলেই এমন হচ্ছে বলে এবাদত হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ‘ইনজুরিত তো কারও হাতে নেই। যাদের ইনজুরি হয়েছে তাদের দেখুন..., লিটন টানা খেলছে- টেস্ট, ওয়ানডে টি-টোয়েন্টি। শরিফুলও তিন ফরম্যাটেই খেলছে। শরীরেরও তো মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, বিশ্রামের ব্যাপার আছে। টানা তিন ফরম্যাট খেললে ইনজুরির প্রবণতা থাকে। তারপরও সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোই মানিয়ে নেয়। গত কিছুদিন ধরে কোনো ইনজুরি সমস্যা ছিল না। হুট করে হয়েছে, তিন ফরম্যাটের কারণে একটু সমস্যা থাকতেই পারে। আমার কাছে মনে হয় না এটার কারণে দলের ওপর কোনো প্রভাব পড়বে।’

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।