বাবরের ঘাড়ে নিঃশ্বাস সূর্যের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৪ আগস্ট ২০২২

টি-টোয়েন্টিতে তার ২২ ম্যাচের ক্যারিয়ারে ৩৮-এর ওপর গড়, ১৭৫-এর ওপর স্ট্রাইকরেট। বোঝাই যাচ্ছে, এই ফরম্যাটে কতটা ভয়ংকর সূর্যকুমার যাদব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই সূর্য বলতে গেলে একাই জিতিয়েছেন দলকে। ১৬৫ রান তাড়া করে ভারত সহজেই জিতেছে, সূর্য ৪৪ বলে খেলেন ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস।

এমন ইনিংসের পর আইসিসি টি-টোয়েন্টি ব্যাটার ব়্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সূর্য। তিন ধাপ এগিয়ে তিনি এখন চলে এসেছেন দুই নম্বরে। এখন নিঃশ্বাস ফেলছেন শীর্ষে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ঘাড়ে।

সূর্যকুমারের সংগ্রহ এখন ৮১৬ পয়েন্ট। বাবরের পয়েন্ট ৮১৮। অর্থাৎ সূর্যের সঙ্গে বাবরের মাত্র ২ পয়েন্টের ব্যবধান। পরের টি-টোয়েন্টিতে ভালো করলে সূর্যের সুযোগ থাকবে পাকিস্তান অধিনায়ককে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নেওয়ার।

প্রথম দশে সূর্য ছাড়া ভারতের আর কোনও খেলোয়াড় নেই। অর্থাৎ রোহিত বা কোহলি নন, আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার এখন সূর্যকুমার।

ভারতের আরেক ব্যাটার ইশান কিষাণ ১৪ নম্বরে জায়গা পেয়েছেন। ১৬ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। লোকেশ রাহুল রয়েছেন ২০ নম্বরে। বিরাট কোহলি টি-টোয়েন্টিতে আর প্রথম ২০ জন ব্যাটারের মধ্যেও নেই। নামতে নামতে একেবারে ২৮ নম্বরে নেমে গিয়েছেন।

বাবর আজম যথারীতি এক নম্বর জায়গা ধরে রেখেছেন। তিনে রয়েছেন তারই স্বদেশি মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম রয়েছেন চারে। পাঁচে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান।

বোলার ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, দুইয়ে দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি, তিনে আফগানিস্তানের রশিদ খান। চারে আছেন আদিল রশিদ, পাঁচে অ্যাডাম জাম্পা। সেরা দশে কোনো পরিবর্তন নেই।

অলরাউন্ডার ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবি। দুইয়ে বাংলাদেশের সাকিব আল হাসান, তিনে ইংল্যান্ডের মঈন আলি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।