ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ৩১ জুলাই ২০২২

প্রথম ওভারেই জোড়া আঘাত। মোসাদ্দেক হোসেন সৈকত শুরুতেই জিম্বাবুয়েকে কোণঠাসা করে দেন। সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা ৪ ওভার বল করেন। ২০ রান খরচায় একাই নেন ৫ উইকেট। যেটি তার ক্যারিয়ারসেরা বোলিং।

মোসাদ্দেকের এই অফস্পিন ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে জিম্বাবুয়ে। ৮ উইকেটে ১৩৫ রানের বেশি এগোতে পারেনি তারা। বাংলাদেশও ম্যাচটা জিতেছে হেসেখেলে, ৭ উইকেটের জয়ে সিরিজে ফিরিয়েছে সমতা।

জিম্বাবুইয়ান টপঅর্ডারের ৬ ব্যাটারের মধ্যে ৫ জনকেই সাজঘরের পথ দেখিয়েছেন মোসাদ্দেক। একটা সময় ৩১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। সব কটি উইকেটই নেন মোসাদ্দেক।

এমন দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে এই অফস্পিনিং অলরাউন্ডারের হাতেই। দল জিতে যাওয়ায় ব্যাট হাতে নামতে হয়নি, তবে বল হাতেই যা করেছেন, তাতে জয়ের নায়ক তো তিনিই।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।