মুমিনুলকে ‘এ’ দলে বিবেচনায় রাখা হয়নি, এ কথা ঠিক নয়: রাজ্জাক
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন মিঠুন, সৌম্যর সঙ্গে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবেন মুমিনুল হকও। বিসিবি বিগ বসের কথা শুনে মনে হচ্ছিল, জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুলকে ফর্মে ফেরাতে ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে চায় বোর্ড।
কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। মুমিনুলকে আর এ দলে যুক্ত করা হয়নি। এখন ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ যাবার আগে মুমিনুল প্রসঙ্গ উঠলো আবারও। আজ দুপুরে ওয়েস্ট ইন্ডিজগামী ‘এ’ দলের সংবাদ সম্মেলনে মুমিনুলকে নিয়ে প্রশ্ন উঠতেই নির্বাচক আব্দুর রাজ্জাকের ব্যাখ্যা, ‘মুমিনুল আসলে একটা অল্প সময়ের জন্য অফফর্মে আছে। ওকে এখানে বিবেচনা আনা না আনার প্রশ্নই আসে না। আমি মনে করি ওকে প্রপার রেস্ট দেয়া হয়েছে।’
জাতীয় দলের এ সাবেক বাঁ-হাতি স্পিনার অনেক কথার মাঝে বোঝানোর চেষ্টা করেন যে, মুমিনুলের আসলে পরিপূর্ণ বিশ্রাম দরকার। তাই তাকে সত্যিকার অর্থেই বিশ্রাম দেয়া হয়েছে। এক ধরনের বিরতি দেয়া হয়েছে। রাজ্জাকের ব্যাখ্যা, ‘টেস্ট ক্রিকেট এমনিতেই কঠিন, মুমিনুলের বাজে সময় যাচ্ছিল আবার সে অধিনায়কও। তো মাঝে মাঝে মানুষের ছোট বিরতি দরকার হয়। এটা মানসিক রিফ্রেস, ফিজিক্যালি, পারফরম্যান্স ভাল করে ফিরুক এজন্য।’
রাজ্জাক আরও যোগ করেন, কেউ কেউ এমন কথাও বলছেন যে, ‘মুমিনুলকে ‘এ’ দলেও বিবেচনায় আনা হয়নি। সেটা একদমই অবান্তর, ভিত্তীহিন। আমি শুনেছি যে তাহলে মুমিনুলকে কী এ দলেও জায়গা দেয়া হবে। না, না এমন না। মুমিনুলকে বিবেচনায় না আনা নয়, তাকে বিশ্রাম দেয়া হয়েছে। খুব চাপে ছিল সে।’
রাজ্জাকের আশা মুমিনুল আবার ফর্ম ফিরে পেয়ে দলে ফিরে আসবে। তিনি বলেন, ‘মুমিনুলের এমন কোনো বয়স হয়ে যায়নি যে আর ফিরতে পারবে না। এমন না। এটা একদমই রেস্ট।’
এআরবি/আইএইচএস