টি-টেন লিগে বাংলা টাইগার্সে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২২ জুলাই ২০২২

স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টেনের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার থাকবেন সাকিব।

এখন পর্যন্ত অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, দুই পক্ষের আলোচনা ফলপ্রসু হয়েছে, শিগগিরই চুক্তির বিষয়টি নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসবে টুর্নামেন্টটি। এবারের আসর শুরু হবে নভেম্বরে। ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় সাকিবকে অবশ্য টি-টেন লিগে পুরো মৌসুম নাও খেলতে দেখা যেতে পারে।

বাংলা টাইগার্স বাংলাদেশি মালিকানাধীন দল। তবে গত আসরে দলটির সাথে কোনো বাংলাদেশি ক্রিকেটার বা কোচ ছিলেন না। এবার সাকিব ছাড়াও কোচিং প্যানেলে থাকছেন বাংলাদেশের আরও দুজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদ। আফতাব এর আগেও বাংলা টাইগার্সের কোচ হিসেবে কাজ করেছেন।

এছাড়া ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা রিচার্ড স্টনিয়ারকে বাংলা টাইগার্স দলের ফিটনেস ট্রেনারের দায়িত্বে দেখা যাবে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।