সরাসরি চুক্তিতে সিপিএল খেলবেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটি নিয়েছেন, এরপর জিম্বাবুয়ে সফরেও থাকবেন না সাকিব আল হাসান। এই সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার ব্যস্ত থাকবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে অ্যামাজন।
এরই মধ্যে সিপিএল খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সাকিব সিপিএলে যোগ দিবেন এশিয়া কাপের (সম্ভাব্য সূচি ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর) পর। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটি হতে পারে সাকিবের প্রস্তুতির দারুণ মঞ্চ।
এর আগেও দুইটি দলের হয়ে সিপিএলে খেলেছেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলেন তিনি। এরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। ২০১৯ সালে দলটির হয়ে সিপিএলের শিরোপাও জেতেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।
এমএমআর/জেআইএম