চার ওভারে ৮২ রান, ইংলিশ লেগস্পিনারের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১০ জুলাই ২০২২

ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে বিব্রতকর বিশ্বরেকর্ড গড়লেন ম্যাটি ম্যাককিরনান। এক ওভারে ৩৬সহ নিজের চার ওভারের স্পেলে মোট ৮২ রান খরচ করেছেন ২৮ বছর বয়সী এ লেগস্পিনার। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা এক ইনিংসে সর্বোচ্চ রান খরচের বিশ্বরেকর্ড।

ম্যাককিরনানকে লজ্জায় ডুবিয়ে তাণ্ডব চালিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশো। তার ৩৬ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংসে ২৬৫ রানের বিশাল সংগ্রহ পায় সমারসেট। জবাবে ডার্বিশায়ার অলআউট হয়েছে মাত্র ৭৪ রানে। সমারসেট পেয়েছে ১৯১ রানের জয়। যা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে এতোদিন ধরে এক ম্যাচে সর্বোচ্চ রানের বিব্রতকর রেকর্ডটি ছিল পাকিস্তানের শারমাদ আনোয়ারের দখলে। ২০১১ সালের সুপার এইট টি-টোয়েন্টি কাপে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের জার্সিতে লাহোর লায়ন্সের বিপক্ষে চার ওভারে ৮১ রান দিয়েছিলেন শারমাদ।

jagonews24

সেই রেকর্ড নিজের করে নিয়ে শনিবার সমারসেটের বিপক্ষে ৮২ রান দিলেন ম্যাককিরনান। এর মধ্যে তিনি ইনিংসের ১৫তম ওভারে পাঁচ ছক্কা ও এক চারের সঙ্গে দুই নো বলে ৩৬ রান খরচ করেন। যা ভাইটালিটি ব্লাস্টে এক ওভারে তৃতীয় সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।

রুশোর ৩৬ বলে আট চার ও সাত চারের মারে খেলা ৯৩ রানের তাণ্ডবের সঙ্গে টম ব্যান্টন করেন ৪১ বলে ৭৩ রান। যেখানে ছিল চারটি চারের সঙ্গে ছয়টি ছয়ের মার। শেষ দিকে টমি ল্যামনবি ৯ বলে ৩১ ও বেন গ্রিন ৪ বলে ১৪ রানের ক্যামিও খেললে, ভাইটালিটি ব্লাস্টের ইতিহাসে সর্বোচ্চ ২৬৫ রানের সংগ্রহ পায় সমারসেট।

পরে দ্বিতীয় ইনিংসে ডার্বিশায়ারের পুরো দল মিলেও ম্যাককিরনানের দেওয়া ৮২ রান করতে পারেনি। পিটার সিডল ও বেন গ্রিন তিনটি করে উইকেট নিয়ে ডার্বিশায়ারকে ৭৪ রানে গুটিয়ে দেন। যা ভাইটালিটি ব্লাস্টে সর্বোচ্চ এবং সবমিলিয়ে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।