বাংলা ছেড়ে ত্রিপুরায় ঋদ্ধিমান সাহা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৯ জুলাই ২০২২

রঞ্জি ট্রফিতে এক কর্মকর্তার কাছ থেকে বাজে ব্যবহার পাওয়ায় বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। ঘরোয়া ক্রিকেটের আসন্ন মৌসুমে তিনি ত্রিপুরা রাজ্য দলের হয়ে খেলবেন। ত্রিপুরার সঙ্গে প্লেয়ার কাম মেন্টর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ঋদ্ধিমান।

ক্যারিয়ারের প্রায় শুরু থেকে ১৫ বছর বাংলার হয়েই রঞ্জিসহ অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট খেলেছেন ঋদ্ধিমান। শুক্রবার বাংলা ছেড়ে ত্রিপুরার সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। এই দলের অধিনায়কত্বও পেতে পারেন ৩৭ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটার।

মাসখানেক ধরেই ত্রিপুরার সঙ্গে চুক্তি করার ব্যাপারে কথাবার্তা বলছিলেন ঋদ্ধিমান। সিএবির কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ত্রিপুরায় নাম লেখালেন তিনি। যেহেতু পূর্ণাঙ্গ সময় ঋদ্ধিমানকে পাওয়া যাবে, তাই তার অধীনে বিল্ড-আপ ক্যাম্পও আয়োজন করবে ত্রিপুরা।

গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ঋদ্ধিমান। টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে তাকে পরোক্ষভাবে অবসরের কথাও বলা হয়েছে। তবে যতদিন সম্ভব চেষ্টা করে যাওয়ার কথা জানিয়েছেন এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।

এখন পর্যন্ত ১২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১৩ সেঞ্চুরি ও ৩৮ হাফসেঞ্চুরিতে প্রায় ৪২ গড়ে করেছেন ৬৪২৩ রান। সবশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ১১ ইনিংসে ১৩২.৩২ স্ট্রাইকরেটে ৩১৭ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ঋদ্ধিমান।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।