পিসিবির ‘বুলেটপ্রুফ’ গাড়িতে চড়েন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০১ পিএম, ০৫ জুলাই ২০২২

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার সুবাদে বাড়তি কোনো সুবিধা গ্রহণ করেন না দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। তবে নিরাপত্তা ঝুঁকি থাকায় তিনি পিসিবি চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত বিশেষ বুলেটপ্রুফ গাড়িতে চলাফেরা করেন।

খেলাধুলার জন্য গঠিত জাতীয় সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এ কথা বলেছেন রমিজ। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, পিসিবি চেয়ারম্যান হিসেবে কী কী সুবিধা তিনি পেয়ে থাকেন। এর উত্তরে রমিজ জানিয়েছেন, পিসিবির জন্য আর্থিক দিক থেকে কোনো বোঝা নন তিনি।

কেননা নিজের অন্যান্য খরচের বাইরে চিকিৎসা খরচও নিজেই বহন করেন রমিজ। তবে নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে পিসিবির দেওয়া বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন তিনি। জাতীয় সংসদের স্ট্যান্ডিং কমিটির সভায় থাকা এক সূত্র জানিয়েছে এমন খবর।

স্থানীয় সংবাদমাধ্যমে সেই সূত্র বলেছেন, ‘একপর্যায়ে স্ট্যান্ডিং কমিটিকে রমিজ বলেছে যে, সে নিরাপত্ত শঙ্কা এড়াতে বোর্ডের দেওয়া বুলেটপ্রুফ গাড়িটি ব্যবহার করে। এছাড়া পিসিবি থেকে অন্য যেকোনো সুবিধা নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছে।’

তিনি আরও যোগ করেন, ‘কমিটির সদস্যের কাছে দুই ঘণ্টার লম্বা সেশনে রমিজ এটি পরিষ্কারভাবে জানিয়েছে যে, সে পিসিবি চেয়ারম্যান হিসেবে বোর্ডের সার্ভিসের অধীনে শুধুমাত্র দৈনিক ভাতা, হোটেল ভাতা এবং ভ্রমণ ভাতা গ্রহণ করে থাকে।’

তবে বোর্ডের বার্ষিক অডিট রিপোর্ট জমা দেননি রমিজ। তাই পরবর্তী সভায় রমিজকে বোর্ডের বার্ষিক খরচের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পিসিবির দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতীয় সংসের কোনো কমিটির মুখোমুখি হতে হয়েছে রমিজকে।

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।