নতুন অধিনায়কের নেতৃত্বে টস হেরে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০১ জুলাই ২০২২

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়ায় এই টেস্টে নেই। তার বদলে নেতৃত্বের গুরুদায়িত্ব বর্তেছে জাসপ্রিত বুমরাহর কাঁধে। নতুন অধিনায়কের নেতৃত্বে টস হারলো ভারত।

এজবাস্টনে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

রোহিত না থাকায় ভারতের হয়ে ওপেন করবেন চেতেশ্বর পূজারা। ইংল্যান্ড একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম চার টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। মাঝে করোনা ও আইপিএলের কারণে বিরতি ছিল। এই টেস্টে ভারত জিতলে বা ড্র করলে সিরিজ নিজেদের করে নেবে, ইংল্যান্ড জিতলে শেষ হবে সমতায়।

ইংল্যান্ড একাদশ
অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস, ম্যাথিউ পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

ভারতীয় একাদশ
শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হানুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক)।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।