সেন্ট লুসিয়ার হেড কোচ হলেন ড্যারেন স্যামি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৭ জুন ২০২২

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আসন্ন মৌসুমে স্বদেশি ড্যারেন স্যামিকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সেন্ট লুসিয়া। দুই মৌসুম দলটির দায়িত্ব পালন করা অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হবেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক।

২০১৩ সালে সিপিএলের প্রথম আসর থেকেই সেন্ট লুসিয়ার খেলোয়াড় ছিলেন স্যামি। ২০২১ মৌসুমে ফ্লাওয়ারের সঙ্গে কোচিং স্টাফে দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা ও ব্র্যান্ড এম্বাসেডর।

এবার প্রিয় দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত স্যামি। তিনি বলেন, ‘সেন্ট লুসিয়া সবসময়ই আমার ঘর থাকবে। খেলোয়াড়ি জীবন শেষেও আমি সবসময়ই দলটির অংশ ছিলাম। এখন সময় এসেছে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন এক অধ্যায় শুরু করার।’

যদিও ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরে যাননি স্যামি। তবে ২০২০ মৌসুমের পর সিপিএলে আর খেলা হয়নি তার। এরপর কোচিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন।

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন স্যামি। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের স্বাধীন নন-মেম্বার ডিরেক্টর নির্বাচিত হন তিনি।

২০২২ মৌসুমের সিপিএল মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট থেকে। ফাইনাল হবে ৩০ সেপ্টেম্বর গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।