টাইগার একাদশে মোস্তাফিজ-সোহান

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৬ জুন ২০২২

মুশফিকুর রহিম নেই। তাই ইয়াসির আলি রাব্বির একাদশে সুযোগ পাওয়া বলতে গেলে নিশ্চিতই ছিল। কিন্তু দুর্ভাগ্য ডানহাতি এই ব্যাটারের।

টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়লেন রাব্বি। তাতে ছিটকে গেলেন দল থেকে। তার জায়গায় অ্যান্টিগা টেস্টের একাদশে সুযোগ মিলেছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের।

সোহান দলে আসায় লিটন দাস উইকেটরক্ষক নয়, খেলবেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে। সাত ব্যাটার, তিন পেসার এবং এক স্পিনার নিয়ে দল সাজিয়েছে টাইগাররা।

পেস আক্রমণে ফিরেছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে থাকবেন এবাদত হোসেন আর খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), ‍মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রোমাহ বোনার, জার্মেই ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জসুয়া ডি সিলভা, আলজেরি জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস, গোদাকেস মোতি।

এমএমআর/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।