কোমরে স্ক্যান চলছে ইয়াসির রাব্বির

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৩ জুন ২০২২

হঠাৎ গুঞ্জন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি গুরুতর ইনজুরিতে। তার ওয়েস্ট ইন্ডিজ সফরও নাকি শেষ। এমন খবরও ঢাকায় শোনা যাচ্ছে।

মূলতঃ কী হয়েছে রাব্বির? সেটা জানতেই আজ (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যার পরে সোয়া ৭টা নাগাদ (ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় তখন সকাল সাড়ে ৯ টা) ট্যুর ম্যানেজার নাফিস ইকবালকে ফোন করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘রাব্বির এখন কোমারে স্ক্যান চলছে। স্ক্যান রিপোর্টের পরই জানা যাবে তার প্রকৃত অবস্থা।’

নাফিস আরও জানান, রাব্বি প্রথমে কোমরে ব্যাথা অনুভব করেন প্র্যাকটিস ম্যাচে ব্যাটিং করার সময়। ব্যাথার প্রচণ্ডতায় মাঠ থেকে ফিরে আসেন। তারপর একদিন বিরতি দিয়ে নেটে ব্যাটিং করেন।

কিন্ত তখন দেখা যায় ব্যথার তীব্রতা বেড়ে যায়। তাই তার স্ক্যান করার পরামর্শ দিয়েছেন ফিজিও। ফলে সোমবার সকালে তার স্ক্যান শুরু করা হয়। স্ক্যানের রিপোর্ট জানার পরই বলা যাবে রাব্বির প্রকৃত অবস্থা কী?

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।