ঢাকায় গাড়ি চালালে ব্রেক দিতেই হবে: সাইফুদ্দিন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১২ জুন ২০২২

দীর্ঘদিন চোটের সঙ্গে বসবাস। বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের ক্যারিয়ারটাই যেন হুমকির মুখে পড়ে গেছে চোটের কারণে। গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়ার পর দীর্ঘদিন রিহ্যাবে থাকতে হয়েছে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে ফিরেছেন।

মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ গেলো। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর। এই সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের দলে ডাক পেয়েছেন সাইফুদ্দিন। সীমিত ওভারের দল যেহেতু আরও পরে যাবে, তাদের সঙ্গে মিরপুরেই অনুশীলন করছিলেন সাইফউদ্দিনরা।

আজ মিডিয়ার মুখোমুখি হলেন তিনি। সেখানেই ইনজুরি আর এর কারণে দীর্ঘদিন বাইরে থাকা নিয়ে খোলামেলা কথা বললেন বাংলাদেশ দলের এই পেস বোলিং অলরাউন্ডার। ইনজুরির কারণে দীর্ঘদিন খেলতে পারছেন না, এ জন্য নিজেকে খানিকটা দুর্ভাগাও ভাবছেন তিনি। সঙ্গে এটাও জানিয়ে দিলেন, এসব মেনেই সামনে এগিয়ে যেতে হবে।

ইনজুরির কারণে সাইফউদ্দিনের প্রস্তুতির ধরনটা আলাদা। এ কারণে তার কাছে জানতে চাওয়া হয় এখন কী করছেন? জবাবে তিনি বলেন, ‘প্র্যাকটিস, রিহ্যাব, জিম সব কিছুই করছি। একই প্রক্রিয়া অনুসরণ করছি। হয়ত স্কিল ট্রেনিং এখনও সেভাবে শুরু করিনি, ১৫ তারিখের পর শুরু করব। আপাতত ফিটনেস, রিহ্যাব, জিম চালিয়ে যাচ্ছি।’

ক্যারিয়ারে যে বারবার ব্রেক পড়ছে, এ নিয়ে আক্ষেপ আছে কি না কিংবা এ নিয়ে তার বক্তব্য কী? জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘প্রতিটা মানুষের জীবনেই বিরতি থাকে। ঢাকাতে যদি গাড়ি চালান, একই গতিতে গাড়ি চালাতে পারবেন না। ব্রেক দিতেই হবে। যারা অনেক ভাগ্যবান, তারা ইনজুরি ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশিরভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না, আবার কয়দিন খেলতে পারব। পারফরম্যান্স ও ইনজুরির ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’

ইনজুরির কারণে একের পর এক ব্রেক, তাতে কী বেশি কষ্ট হচ্ছে? জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘কিছুটা দুর্ভাগা তো বটেই। হয়তো আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা আনলাকি; কিন্তু এটা জীবনেরই অংশ। এটা মেনে নিয়েই চলতে হবে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।