সাই হোপের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে রানের পাহাড় ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৮ জুন ২০২২

প্রচণ্ড গরম মুলতানে। খইয়েরমত ফুটছে যেন তপ্ত বালু। এর মধ্যেই মুলতান ক্রিকেট স্টেডিয়ামে গড়ালো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে।

প্রচণ্ড গরমে উইকেট থাকবে ফ্লাট। যার ফলে রান ওঠার সম্ভাবনা বেশি। যে কারণে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান।

ধারণামতোই ব্যাট করেছে তারা। সাই হোপের দুর্দান্ত সেঞ্চুরি আর সামারাহ ব্রুকসের দারুণ ব্যাটিংয়ের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

১২৭ রান করেন সাই হোপ এবং ৭০ রান করেছেন সামারাহ ব্রুকস। পাকিস্তানের হয়ে হারিস রউফ নেন ৪ উইকেট এবং শাহিন শাহ আফ্রিদি নেন ২ উইকটে। ১টি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ এবং শাদাব খান।

বিস্তারিত আসছে

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।