এবার বিশ্বকাপে ভারতকে হারানো সহজ হবে না: শোয়েব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৫ জুন ২০২২

গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারতীয় ক্রিকেট দল। শাহিন শাহ আফ্রিদির আগুনঝরা বোলিংয়ের পর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ১০ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান।

চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই।

পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতারের মতে, গতবারের মতো এবার অত সহজে ভারতকে হারাতে পারবে না তার দেশ পাকিস্তান। কারণ আগেরবারের পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভারত এবার আরও সতর্ক-সাবধানী থাকবে।

সবশেষ সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘এবার ভারত আরও যথাযথ ও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ভারতকে হারানো পাকিস্তানের জন্য সহজ হবে না।’

তিনি মনে করেন মেলবোর্নের পিচ এবং কন্ডিশনও ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাবক হবে, ‘এখনই ম্যাচের ফল অনুমান করা কঠিন। তবে পাকিস্তানের উচিত পরে বোলিং করা। কারণ মেলবোর্নের পিচে ফাস্ট বোলারদের জন্য ভালো বাউন্স থাকে।’

মাঠে সমর্থকদের চাপও বেশি থাকতে পারে জানিয়ে শোয়েব বলেন, ‘আমার মনে হয় এবার দর্শকও অনেক বেশি হবে। মেলবোর্নে প্রায় দেড় লাখ মানুষ খেলা দেখবে। এর মধ্যে ভারতের সমর্থকই থাকবে ৭০ হাজার।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।